odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th October 2025, ২৬th October ২০২৫

জুলাই আন্দোলনে হাসিনা সরকারের দমন-পীড়ন ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয়

odhikarpatra | প্রকাশিত: ২৫ October ২০২৫ ২২:৪৩

odhikarpatra
প্রকাশিত: ২৫ October ২০২৫ ২২:৪৩

আন্তর্জাতিক ডেস্ক | অধিকার পত্র ডটকম

জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের কঠোর দমন-পীড়নকে “ভুল” বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)–কে দেওয়া এক সাক্ষাৎকারে জয় এ মন্তব্য করেন।

জয় বলেন, “জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই আন্দোলনে ১৪০০ জন নিহত হয়েছেন। যদিও অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা জানিয়েছেন, নিহতের সংখ্যা প্রায় ৮০০ জন।”

তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট হলে ইসলামপন্থী গোষ্ঠীগুলো লাভবান হবে। আওয়ামী লীগকে বাদ রেখে প্রফেসর মুহাম্মদ ইউনূস নির্বাচনের কারসাজিপূর্ণ পরিকল্পনা করছেন বলে অভিযোগ করেন জয়।

তার ভাষায়, “নির্বাচনে কোনো দলকে বাদ দেওয়া হলে তা হবে একটি প্রহসনের নির্বাচন। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এবং নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক ও অবাধ হতে হবে।”

সজীব ওয়াজেদ জয় আরও বলেন, “এখন যা ঘটছে তা আসলে আমার মা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার একটি প্রচেষ্টা। এটি ন্যায়বিচারের ছদ্মবেশে রাজনৈতিক কারসাজি।”

তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগকে যথাযথ প্রস্তুতির সময় না দিলে নির্বাচনের ফলাফল জনগণ মেনে নেবে না, আন্তর্জাতিক মহলও তা স্বীকৃতি দেবে না।

ইউনূস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জয় দাবি করেন, আওয়ামী লীগের প্রায় ৫০০ নেতাকর্মী নিহত হয়েছেন, যার মধ্যে ৩১ জন জেল হেফাজতে মারা গেছেন। এছাড়া দলের অসংখ্য নেতা ও সমর্থককে এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক রাখা হয়েছে, এবং অনেকের জামিনও দেওয়া হচ্ছে না।

জয় বলেন, দেশের ধর্মীয় সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, বর্তমান সরকারের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সুত্র : চ্যানেল আই অনলাইন 



আপনার মূল্যবান মতামত দিন: