অধিকারপত্র ডটকম :
ভোলা প্রতিনিধি:
ভোলা জেলা শহরের নতুন বাজার এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অবৈধ দখলদার হকাররা শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌরসভার তিনটি ময়লা বহনকারী পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় অন্তত ১৫ জন পৌর কর্মচারী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অবৈধ দোকান উচ্ছেদের নোটিশ দিলেও দখলদাররা তা উপেক্ষা করে আসছিল। শনিবার উচ্ছেদ শুরু হলে হকার ও মুক্তিযোদ্ধা সংসদের কিছু সদস্যের সঙ্গে পৌর কর্মচারীদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে তারা আগুন ধরিয়ে দেয় তিনটি গাড়িতে।
পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. উমর ফারুক বলেন,
“নতুন বাজার এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ করে মুক্তিযোদ্ধা সংসদের নাম ভাঙিয়ে কিছু লোক ব্যবসা চালাচ্ছিল। বহুবার নোটিশ দেওয়ার পরও তারা সরেনি। তাই বাধ্য হয়ে উচ্ছেদ করা হয়, কিন্তু তারা হামলা চালিয়ে গাড়িতে আগুন দেয়।”
পৌর প্রশাসক মো. মিজানুর রহমান জানান,
“দীর্ঘদিন ধরে দখলদাররা পৌর জায়গা দখল করে রেখেছিল। শহরের যানজট নিরসন ও জনস্বার্থে এই অভিযান চালানো হয়।”
এ ঘটনার পর ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন,
“অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দেওয়া ও গাড়ি পোড়ানো অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। দোষীদের আইনের আওতায় আনা হবে।”
ভোলা পুলিশ সুপার মো. শরিফুল হক জানিয়েছেন,
“ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন কিছু সময় পর নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনাস্থলে এখনো উত্তেজনা বিরাজ করছে।

আপনার মূল্যবান মতামত দিন: