odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th October 2025, ২৬th October ২০২৫
মনোনয়ন পেলেন যারা — নামসহ তালিকা

লন্ডন থেকে ফোন দিলেন তারেক রহমান! বিএনপির

odhikarpatra | প্রকাশিত: ২৬ October ২০২৫ ০২:০১

odhikarpatra
প্রকাশিত: ২৬ October ২০২৫ ০২:০১

তারেক রহমানের ফোনে মিলল ‘গ্রিন সিগন্যাল’ — যারা বিএনপির মনোনয়নের দৌড়ে এগিয়ে!


 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনীতিতে এখন চরম সরবতা। দলীয় সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সরাসরি প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করছেন।
তার একটি ফোন কলেই নির্ধারিত হচ্ছে কার ভাগ্যে মিলছে “গ্রিন সিগন্যাল”, আর কে বাদ পড়ছেন নির্বাচনী দৌড় থেকে।

দলীয় নির্ভরযোগ্য সূত্র জানায়, রাজধানী ও গুরুত্বপূর্ণ আসনে বেশ কিছু নেতাকে ইতিমধ্যে তারেক রহমান সরাসরি ফোন দিয়েছেন। এর মধ্যে আছেন—

  • গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩)
  • ইশরাক হোসেন (ঢাকা-৬)
  • মির্জা আব্বাস (ঢাকা-৮)
  • ব্যারিস্টার নাছির উদ্দিন আহমেদ অসীম (ঢাকা-১০)
  • নবী সোহেল (ঢাকা-১২)
  • ববি হাজ্জাজ (ঢাকা-১৩)
  • সানজিদা ইসলাম তুলি (ঢাকা-১৪)
  • মামুন হাসান (ঢাকা-১৫)
  • ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (ঢাকা-১৭)

রাজধানীর বাইরেও অনেক শীর্ষ নেতার নাম এখন আলোচনায়—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১), ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১), ড. আব্দুল মঈন খান (নরসিংদী-২), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), বরকতউল্লাহ বুলু (নোয়াখালী-৩), শহীদউদ্দিন চৌধুরী এ্যানি (লক্ষ্মীপুর-৩), আসাদুল হাবিব দুলু (লালমনিরহাট-৩), ফজলুল হক মিলন (গাজীপুর-৫) প্রমুখ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই প্রত্যক্ষ যোগাযোগ বিএনপির অভ্যন্তরে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দলটি এখন নির্বাচনের ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: