ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ : রাশিয়া রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালায়।
কিয়েভের মেয়র আজ রোববার এই হামলার তথ্য জানিয়েছেন।
মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, ‘প্রাথমিক তথ্য অনুসারে রাশিয়ার হামলায় তিন জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে।’আহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে।
তদন্তে জানা গেছে, ড্রোনের টুকরো উত্তর-পূর্বের ডেসনিয়ানস্কি জেলার একটি নয়তলা আবাসিক ভবনে পড়ে যায়। ফলে বেশ কয়েকটি তলার অ্যাপার্টমেন্টে আগুন লাগে।
একই জেলার নয়তলা বিশিষ্ট আরেকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে।
উত্তর ওবোলোনস্কি জেলার একটি ১৬ তলা আবাসিক ভবনে ড্রোনের টুকরো পড়েছে ও অনেক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, কিয়েভে রাশিয়ার অন্য একটি হামলায় গতকাল চার জন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছিল।

আপনার মূল্যবান মতামত দিন: