odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th October 2025, ২৬th October ২০২৫

গাজার সাধারণ মানুষের জন্য পুনরায় ত্রাণ পাঠাতে প্রস্তুত

odhikarpatra | প্রকাশিত: ২৬ October ২০২৫ ১৪:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২৬ October ২০২৫ ১৪:৫৪

 

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫  : যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা Gaza Humanitarian Foundation (জিএইচএফ) গাজায়  পুনরায় ত্রাণ পাঠানোর জন্য প্রস্তুত হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, যুদ্ধবিরতির আওতায় তারা দ্রুত সহায়তা কার্যক্রম শুরু করতে দেওয়া হয়েছে।
জিএইচএফ জানিয়েছে, এখন তারা তাদের ট্রাক ও লজিস্টিক প্রস্তুত রাখছে, যাতে নির্দেশ পাওয়া মাত্রই ত্রাণ সরবরাহ করা যায়।
সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, ‘মাঠপর্যায়ে পরিস্থিতি এখনও অস্থির, তবে আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে’।

উল্লেখ্য, আগের এক পর্যায়ে এই সংস্থার কার্যক্রম নিয়ে United Nations-এর বিশেষজ্ঞ প্যানেল উদ্বেগ জানিয়েছিল, তারা বলেছিল ত্রাণ বিতরণ কার্যক্রম সামরিক বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে।
 তবে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এ সংস্থাটিকে আবার কার্যকরভাবে ত্রাণ কার্যক্রমে নিযুক্ত করার দিক রয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: