স্পোর্টস ডেস্ক:
লা লিগার ঐতিহ্যবাহী এল ক্লাসিকোতে জমজমাট লড়াই শেষে রিয়াল মাদ্রিদ ২–১ গোলে পরাজিত করেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে রবিবার রাতের এই ম্যাচে গ্যালাকটিকোদের জয়ের নায়ক
দুই তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। ম্যাচের প্রথম দিকেই আক্রমণাত্মক খেলায় নামে দুই দল। ২০তম মিনিটে জুড বেলিংহ্যামের নিখুঁত থ্রু-পাস থেকে এমবাপ্পে দৌড়ে এসে গোল করে রিয়ালকে এগিয়ে নেন। দর্শকরা তখনই বুঝে গিয়েছিলেন আজকের রাতে তারকারা আলো ছড়াতে এসেছেন। তবে ৩৭তম মিনিটে বার্সেলোনা হাল ছাড়েনি। তরুণ মিডফিল্ডার ফারমিন লোপেজ অসাধারণ এক শটে ম্যাচে সমতা ফেরান (১–১)। কিন্তু আনন্দ বেশিক্ষণ টিকেনি। ৪২তম মিনিটে আবারও নায়ক বেলিংহ্যাম। এমবাপ্পের কর্নার থেকে ভিনিসিউসের টাচে বল পেয়ে জোরালো শটে বার্সেলোনা গোলরক্ষককে পরাস্ত করে রিয়ালকে এগিয়ে দেন (২–১)।
প্রথমার্ধেই রিয়ালের দুটি গোলের একটিকে VAR যাচাইয়ে বাতিল ঘোষণা করা হয় অফসাইডের কারণে। ৫০তম মিনিটে এমবাপ্পে একটি পেনাল্টির সুযোগ পেলেও শটটি পোস্টের ওপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধে বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা, কিন্তু রিয়ালের রক্ষণভাগ ও কাউন্টার অ্যাটাক ছিল নিখুঁত পরিকল্পনায় সাজানো। রিয়ালের এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল তাদের গতি ও নির্ভুল সমন্বয়। এমবাপ্পে ও বেলিংহ্যাম যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। বার্সেলোনা বল দখলে (possession) এগিয়ে থাকলেও ফাইনাল থার্ডে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। তাদের রক্ষণভাগে বিশেষ করে বাম দিকের দুর্বলতা বারবার উন্মোচিত হয়েছে। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেলো বার্সেলোনার থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে। গত মৌসুমে যেখানে বার্সেলোনা দুই ক্লাসিকোর একটিতে জয়ী হয়েছিল সেখানে এবারের ফলাফল রিয়ালের রিভেঞ্জ উইন হিসেবে দেখা হচ্ছে। এল ক্লাসিকো সবসময়ই আবেগ, ইতিহাস আর গৌরবের লড়াই। এবারের লড়াইয়েও তার ব্যতিক্রম হয়নি। সান্তিয়াগো বার্নাব্যুর আলোয় এমবাপ্পে ও বেলিংহ্যাম যেন নতুন গ্যালাকটিক যুগের সূচনা ঘোষণা করলেন। বার্সেলোনা পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে আর রিয়াল মাদ্রিদ থাকবে শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে।
-মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: