odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 27th October 2025, ২৭th October ২০২৫

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী: ১৯ হাজার সদস্যের সংগঠনের আয়োজনে সমালোচনার ঝড়

odhikarpatra | প্রকাশিত: ২৭ October ২০২৫ ০৩:৪৬

odhikarpatra
প্রকাশিত: ২৭ October ২০২৫ ০৩:৪৬

যুক্তরাস্ট্র প্রতিনিধি :

নিউইয়র্ক, ২৬ অক্টোবর ২০২৫

১৯ হাজার সদস্যের সংগঠন বাংলাদেশ সোসাইটি’র সুবর্ণজয়ন্তী উদযাপন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। আগামী ২ নভেম্বর কুইন্সের ‘ট্যারেস অন দ্য পার্ক’-এ আয়োজিত এই অনুষ্ঠানের জন্য ভাড়া করা হয়েছে মাত্র এক হাজার আসনের মিলনায়তন, অথচ সদস্য সংখ্যা ১৯ হাজারের বেশি। অংশ নিতে অনলাইনে ৫০ ডলার ফি নির্ধারণ করায় অনেকেই একে ‘প্রহসনের আয়োজন’ বলে মন্তব্য করছেন।

অনুষ্ঠানে স্মরণসভা ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, সাংস্কৃতিক পরিবেশনা, ও স্মারকগ্রন্থ প্রকাশনার আয়োজন করা হয়েছে। স্মারকগ্রন্থে সংগঠনের ৫০ বছরের ইতিহাস, সংগ্রাম ও অর্জন তুলে ধরা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সাংগঠনিক দুর্বলতা ও সদস্য বানানোর অভিযোগ
১৯৭৫ সালের ২৩ নভেম্বর প্রতিষ্ঠিত বাংলাদেশ সোসাইটি ইনক নিজেদের প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন দাবি করলেও বিগত বছরগুলোতে সর্বস্তরের প্রবাসীদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে। সদস্যরা অভিযোগ করেছেন, নির্বাচনের সময় অর্থের বিনিময়ে ভোটার বানানোর প্রতিযোগিতা চলে, যেখানে প্রতি সদস্যের জন্য দিতে হয় ২০ ডলার ফি। ফলে নামমাত্র সদস্য থাকলেও কোনো বড় অনুষ্ঠানে ৫ শতাধিক লোকের উপস্থিতিও বিরল

কবর প্রকল্প নিয়ে অর্থ কেলেঙ্কারির অভিযোগ
বিদায়ী কমিটির সময় সাংগঠনিক নিয়ম অমান্য করে কবরের জায়গা ক্রয়ের জন্য ২ লাখ ৪০ হাজার ডলার প্রদান করা হলেও, এখনও অর্থ ফেরত আসেনি। নতুন কমিটি কিস্তিতে ফেরত আদায়ের উদ্যোগ নিয়েছে—প্রথম চেকটি ৫০ হাজার ডলারের, পরবর্তী ১০ হাজার ডলারের চেকগুলো আগামী জানুয়ারি থেকে প্রতি মাসে জমা হবে। সদস্যরা প্রশ্ন তুলেছেন, “যখন কবরের জায়গা দেয়া সম্ভব হয়নি, তখন কিস্তিতে অর্থ ফেরত কেন?

উল্লেখ্য, বিদায়ী কমিটি দায়িত্ব হস্তান্তরের দিনেই ২ লাখ ৬০ হাজার ডলারের আরেকটি চেক প্রদান করেছিল, যা সে সময় গোপন রাখা হয়েছিল বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: