odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি ৯০ থেকে ৯৫ শতাংশ: ইসি সচিব

odhikarpatra | প্রকাশিত: ২৭ October ২০২৫ ২৩:৩২

odhikarpatra
প্রকাশিত: ২৭ October ২০২৫ ২৩:৩২

ঢাকা, ২৭ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদন | অধিকার পত্র ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এখন ৯০ থেকে ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন,

“যদি শতকরা হিসেবে বলেন, তাহলে বলতে পারি আমরা এখন ৯০ থেকে ৯৫ শতাংশ প্রস্তুত। রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এই সপ্তাহে সম্পন্ন হলে প্রস্তুতি শতভাগে পৌঁছাবে।”

ইসি সচিব আরও জানান, কর্মপরিকল্পনা অনুযায়ী কমিশন দুটি বিষয়ে কিছুটা পিছিয়ে আছে— রাজনৈতিক দল নিবন্ধন এবং পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন।
তার ভাষায়,

“২২টি রাজনৈতিক দলকে প্রাথমিকভাবে বিবেচনাযোগ্য মনে করা হয়েছে। মাঠপর্যায়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ চলছে। আশা করছি, এই সপ্তাহের মধ্যেই আমরা কাজটি শেষ করতে পারব।”

আরপিও সংশোধন বিষয়ে বিএনপির আপত্তি প্রসঙ্গে তিনি বলেন,

“বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয়ে রয়েছে। কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।”

এছাড়া, পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন কার্যক্রমও এই সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইসি সচিব বলেন,

“আমরা সামান্য পিছিয়ে আছি, তবে দুশ্চিন্তার কিছু নেই। ইনশাআল্লাহ, সময়মতো সব প্রস্তুতি শেষ করা সম্ভব হবে।”



আপনার মূল্যবান মতামত দিন: