odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫
বাংলাদেশ–আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের দুই ওয়ানডে ম্যাচে মুখর হবে বগুড়া; দর্শকদের জন্য ফ্রি প্রবেশের সুযোগ

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরলো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ

Special Correspondent | প্রকাশিত: ২৮ October ২০২৫ ১০:৩৭

Special Correspondent
প্রকাশিত: ২৮ October ২০২৫ ১০:৩৭

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ১৯ বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আমেজে মুখর হল বগুড়া। ২০০৬ সালের পর শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরলো আন্তর্জাতিক ম্যাচ। যদিও জাতীয় দল নয়, মাঠে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দল। ২৮ ও ৩১ অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের মধ্যে দুটি ওয়ানডে ম্যাচ। দর্শকদের জন্য সুখবর হলো  এই ম্যাচগুলো দেখতে কোনো টিকিট লাগবে না। অর্থাৎ বগুড়াবাসী গ্যালারিতে বসে বিনামূল্যে উপভোগ করতে পারবেন আন্তর্জাতিক মানের খেলা। ২০০৬ সালের পর থেকে এই স্টেডিয়ামে আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। মাঝে মাঝে এনসিএল, যুব বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প কিংবা বাংলা টাইগার্সের অনুশীলন হলেও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সুযোগ পায়নি বগুড়া। ফলে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মনে দীর্ঘদিন ধরে জমে ছিল আক্ষেপ। এবার সেই অপেক্ষার অবসান ঘটছে। সিরিজের প্রথম দুটি ওয়ানডে হবে বগুড়ায়। বাকি তিনটি অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে।

শহীদ চান্দু স্টেডিয়ামে সর্বশেষ বড় আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। সে সময় মাঠ মাতিয়েছিলেন মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, চামিন্দা ভাসদের মতো তারকারা। এরও আগে ২০০৪ সালে খেলতে এসেছিলেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ও এলটন চিগুম্বুরা। দেশের অন্যতম সেরা ব্যাটিং উইকেট হিসেবেই খ্যাত এই স্টেডিয়ামটি দীর্ঘদিন অবহেলায় পড়ে ছিল। দীর্ঘ ১৯ বছরের প্রতীক্ষার পর এই আয়োজন ঘিরে বগুড়াবাসীর মধ্যে উৎসাহের শেষ নেই। ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা এই আলোর রেখা যেন আর নিভে না যায়। যদি এবার দর্শকে ভরে ওঠে শহীদ চান্দু স্টেডিয়াম, তবে হয়তো খুব শিগগিরই জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচও ফিরে আসবে এই ঐতিহাসিক মাঠে। বগুড়াবাসী দীর্ঘদিন পর আবারও আন্তর্জাতিক যুব ক্রিকেটের রোমাঞ্চ উপভোগের অপেক্ষায়। দুই দলের তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েই এখন দর্শকদের নজর শহীদ চান্দু স্টেডিয়ামের দিকে।

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল:

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ–অধিনায়ক), সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, সবুজ, রাফি উজ্জামান রাফি, আবদুর রহিম ও ইকবাল হোসাইন ইমন।

আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল:

মাহবুব খান (অধিনায়ক), উজাইরুল্লাহ নিয়াজাই, বারকাত ইব্রাহিম, ফয়সাল খান, খালিদ আহমাদ জাই, নাজিফুল্লাহ আমিরি, আজিজুল্লাহ মিয়া, ওয়াদুল্লাহ জাদরান, হাফিজুল্লাহ জাদরান, আব্দুল আজিজ খান, খাতির খান, নুরিস্তানি ওমরজাই, সালাম খান আহমাদজাই, জাইতুল্লাহ শাহীন, রুহুল্লাহ আরব ও ওসমান সাদাত।

-মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: