অধিকারপত্র ডটকম :
সুদানের দারফুর অঞ্চলে চলমান সংঘাতে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। বিশেষ করে ইল-ফাশার শহরে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রতিরোধ বাহিনীর যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।
দুই বছরেরও বেশি সময় ধরে চলা দারফুরের গৃহযুদ্ধে ইল-ফাশার ছিল সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি। সম্প্রতি ওই শহর আরএসএফের নিয়ন্ত্রণে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয় প্রতিরোধ বাহিনীর সদস্য আবু বকর আহমেদ আল-জাজিরাকে বলেন,
“আরএসএফ কোনো দয়া ছাড়াই মানুষ হত্যা করেছে। রাস্তায় লাশ ফেলে রেখেছে। যারা পালাতে পারেনি, তাদের অনেকেই মারা গেছে।”
তিনি আরো জানান, টানা ৫৫০ দিনের বেশি সময় ধরে তারা বেসামরিক মানুষদের রক্ষা করার চেষ্টা করেছেন। তবে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে, অনেকেই আর জীবিত থাকার আশা ছেড়ে দিয়েছিলেন।
সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান জানিয়েছেন, রক্তক্ষয়ী পরিস্থিতি ঠেকাতে সেনারা নিরাপদে শহর ছাড়ার চুক্তি করেছিলেন। তবে এর ফলে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ আরএসএফের দয়া-দাক্ষিণ্যে অসহায় হয়ে পড়েছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দারফুরে তাত্ক্ষণিক হস্তক্ষেপ ও নিরাপদ মানবিক করিডোর নিশ্চিত করার দাবি জানিয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: