odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 2nd November 2025, ২nd November ২০২৫
২০২৬ টি-২০ বিশ্বকাপের আগেই বিদায় বললেন নিউজিল্যান্ডের নির্ভরতার প্রতীক।টি–টোয়েন্টি ছাড়লেও টেস্ট ও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন উইলিয়ামসন

কেইন উইলিয়ামসনের টি-টোয়েন্টি থেকে অবসর: এক যুগের সমাপ্তি

Special Correspondent | প্রকাশিত: ২ November ২০২৫ ১০:৩১

Special Correspondent
প্রকাশিত: ২ November ২০২৫ ১০:৩১

স্পোর্টস ডেস্ক: 

উজিল্যান্ড ক্রিকেটের সোনালি অধ্যায়ের এক অনন্য নায়ক কেইন উইলিয়ামসন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। রোববার (২ নভেম্বর) এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানান কিউই ব্যাটার। টি-টোয়েন্টি ফরম্যাটে ব্ল্যাক ক্যাপসদের হয়ে ৯৩টি ম্যাচ খেলে ২,৫০০’রও বেশি রান করেছেন উইলিয়ামসন। নেতৃত্ব দিয়েছেন ৭৫ ম্যাচে যেখানে তিনি দলকে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে (২০১৬, ২০২২) এবং একবার ফাইনালে (২০২১) তুলেছিলেন। ২০২১ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ৮৫ রানের ইনিংস এখনো পর্যন্ত কোনো অধিনায়কের সর্বোচ্চ ইনিংস হিসেবে রেকর্ড হয়ে আছে।

অবসরের ঘোষণায় ৩৫ বছর বয়সী এই তারকা বলেন, এটা এমন একটা ফরম্যাট যেটাকে আমি সবসময় ভালোবেসেছি। অনেক স্মৃতি অনেক অভিজ্ঞতা জড়ানো এতে। কিন্তু সময় এসেছে দলকে নতুন করে এগিয়ে দেওয়ার। এটা সঠিক সময় আমার জন্যও, দলের জন্যও। উইলিয়ামসন আরও বলেন, নিউজিল্যান্ড দলে অনেক তরুণ প্রতিভা আছে যাদের সামনে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। মিচ (স্যান্টনার) দারুণ নেতৃত্ব দিচ্ছে। এখন সময় তাদের আমি দূর থেকে সমর্থন জানাব। যদিও টি-টোয়েন্টিতে বিদায় জানালেও উইলিয়ামসন টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। সামনে ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেবেন তিনি। তিনি বলেন, ব্ল্যাক ক্যাপস আমার কাছে একটা পরিবারের মতো। এখানে খেলাটা মানে শুধু ম্যাচ জেতা নয় নিজেকে বারবার ছাপিয়ে যাওয়া। আমি রোব (কোচ রোব ওয়াল্টার) ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখব। ভবিষ্যত নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তবে এই পথচলাটা আমি খুব ভালোবাসি।

উল্লেখযোগ্য পরিসংখ্যান (T20I):

  • ম্যাচ: ৯৩
  • রান: ২,৫০৪
  • গড়: ৩১.৬
  • স্ট্রাইক রেট: ১২১+
  • সর্বোচ্চ ইনিংস: ৮৫ (অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০২১ বিশ্বকাপ ফাইনাল)
  • অধিনায়কত্ব: ৭৫ ম্যাচ
  • সেমিফাইনাল: ২ বার (২০১৬, ২০২২)
  • ফাইনাল: ১ বার (২০২১)

নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার ও প্রেরণাদায়ী নেতা হিসেবে কেইন উইলিয়ামসনের নাম চিরকাল অম্লান থাকবে। ক্রিকেট বিশ্বের কাছে উইলিয়ামসন শুধু একজন ব্যাটার নন তিনি ছিলেন শান্ত নেতৃত্বের প্রতীক। টি–টোয়েন্টি অধ্যায় শেষ হলেও তাঁর ব্যাটের সৌন্দর্য ও মৃদু হাসি থাকবে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে।

-মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: