আন্তর্জাতিক ডেস্ক:
তেলের সম্পদকে ভিত্তি করে এবার কৃত্রিম বুদ্ধিমত্তায় (AI) বৈশ্বিক শক্তি হয়ে উঠতে বড় পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। দেশটি তাদের সার্বভৌম সম্পদ তহবিলের মাধ্যমে গড়ে তুলছে নিজস্ব AI কোম্পানি হিউমেইন (Humain) যার ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ও বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরিতে পূর্ণাঙ্গ প্রযুক্তি অবকাঠামো নির্মাণ করছে। কোম্পানিটির মালিকানা সৌদি আরবের প্রায় ১ ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিলের হাতে। গত মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াদ সফরের আগে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সাম্প্রতিক ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে হিউমেইনের বিশাল পরিকল্পনা ও আর্থিক শক্তি আরও স্পষ্ট হয়েছে। হিউমেইনের প্রধান নির্বাহী তারেক আমিন জানিয়েছেন, তাঁর লক্ষ্য সৌদি আরবকে বিশ্বের তৃতীয় যুক্তরাষ্ট্র ও চীনের পরে বৃহত্তম AI বাজারে পরিণত করা। তিনি বলেন আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো শক্তিশালী ও সস্তা বিদ্যুৎ অবকাঠামো। এর ফলে অন্যদের মতো সাবস্টেশন তৈরি করতে হয় না এতে ১৮ মাস সময় বাঁচে। ৬ গিগাওয়াট ডেটা সেন্টার ২০৩৪ সালের লক্ষ্য হিউমেইন দেশজুড়ে ৬ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার তৈরি করতে চায়। ইতোমধ্যে তারা এনভিডিয়া, এএমডি, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, কোয়ালকম ও সিসকোর মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব করেছে। সাম্প্রতিক এক ঘোষণায় কোম্পানিটি ব্ল্যাকস্টোন নামের বেসরকারি ইকুইটি জায়ান্টের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছে সৌদিতে ডেটা সেন্টার নির্মাণে।
Humain One নতুন AI অপারেটিং সিস্টেম হিউমেইন তাদের নিজস্ব AI-চালিত অপারেটিং সিস্টেম Humain One উন্মোচন করেছে। এখানে ব্যবহারকারীরা কণ্ঠ বা টেক্সটের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ দেন আইকন ক্লিক করার বদলে। কোম্পানিটি ইতোমধ্যেই তাদের মানবসম্পদ, অর্থ, আইনি, অপারেশন ও আইটি বিভাগে এই সিস্টেম ব্যবহার করছে। এখন তাদের পেরোল বিভাগে একজন মানব কর্মী রয়েছেন বাকিটা পরিচালনা করছে AI এজেন্টরা। সৌদি আরবের ভিশন ২০৩০ অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনা এখন শেষ পর্যায়ে। তেলের দামের পতন ও নিওম এর মতো প্রকল্পে বিলম্বের কারণে নতুন করে AI খাতে বিনিয়োগে জোর দিয়েছে দেশটি। তবে এই প্রতিযোগিতায় প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত (UAE)ও পিছিয়ে নেই। তাদের নিজস্ব AI প্রতিষ্ঠান G42 সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে Stargate UAE নামে ৫০০ বিলিয়ন ডলারের বিশাল ডেটা সেন্টার প্রকল্প শুরু করেছে, যেখানে সহযোগী হিসেবে রয়েছে OpenAI, Oracle, Nvidia এবং Cisco। প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে তারেক আমিন বলেন, AI যেন কেবল এক দেশে সীমাবদ্ধ না থাকে, সেটাই মানবতার জন্য ভালো। UAE যা করছে তা ভালো, সৌদি আরবও যা করছে সেটিও ভালো। তবে হিউমেইন একটি অপারেটিং কোম্পানি কোনো হোল্ডিং কোম্পানি নয় এটাই আমাদের পার্থক্য। সৌদি আরবের হিউমেইন প্রকল্প প্রমাণ করছে, মধ্যপ্রাচ্য কেবল তেলের জন্যই নয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন কেন্দ্র হিসেবেও উঠে আসছে। দেশের বিশাল শক্তি সম্পদ, অর্থনৈতিক পরিকল্পনা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব মিলিয়ে AI বাজারে এগিয়ে যাওয়ার এই উদ্যোগ শুধু জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করবে না বরং অঞ্চলটি বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ স্থান দখল করতে সক্ষম হবে।
-মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: