অধিকারপত্র ডটকম /
সংবাদ কন্টেন্ট:
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় (OHCHR) সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ‘দুঃখ প্রকাশ’ করেছে। তারা জানায়, কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডকে সমর্থন করা যায় না।
জেনেভায় সংবাদমাধ্যমকে মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়েছে, যা গত বছরের জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আমরা সব ধরনের জবাবদিহিমূলক কার্যক্রমে আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করি।”
রাভিনা শামদাসানি আরও বলেন, “বিচার প্রক্রিয়ার সঙ্গে আমরা সরাসরি যুক্ত ছিলাম না, কিন্তু মৃত্যুদণ্ড হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি। এটি যেকোনো প্রেক্ষাপটেই আমরা সমর্থন করি না।”
এদিকে, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সত্য প্রকাশ ও ন্যায়বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলন ও পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিরাপত্তা খাতে অর্থবহ সংস্কার অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন, যাতে এ ধরনের লঙ্ঘন ও নির্যাতনের পুনরাবৃত্তি না ঘটে।
মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দেয়।
এ ঘটনায় শেখ হাসিনা বাংলাদেশে প্রথম সাবেক সরকারপ্রধান হিসেবে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন।

আপনার মূল্যবান মতামত দিন: