ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং এইচ.এস.সি. পরিক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা ও আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে.....

তথ্য প্রযুক্তি অধিকার নিশ্চিত করতে নৌকার সরকার দরকার : এমিলি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ মার্চ ২০১৮ ২০:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৮ ২০:৪৫

"আজ লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং এইচ.এস.সি. পরিক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা ও আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে.....


মুন্সীগঞ্জ ২ আসনের মাটি ও মানুষের নেত্রী , লৌহজং ও টঙ্গীবাড়ী এই দুই উপজেলার উন্নয়নের রুপকার প্রধান অতিথির ভাষনে  অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এম.পি. বলে নিজেকে বর্তমান সময়উপযোগী করতে হহলে আইটির বিকলপ নাই আর সজিব ওয়াজেদ জয় প্রধানমনএী উপদপসটা এবং আইটি কে সারা পৃথিবী র কাছে পৌছে——-বিশেষ অতিথি —ছিলেন :
= জনাব আলহাজ্ব উসমান গনী তালুকদার, লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লৌহজং উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি।
= জনাব আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, বিপ্লবী সাধারন সম্পাদক লৌহজং উপজেলা আওয়ামীলীগ।
= জনাব ইকবাল হোসেন , সাবেক এম.পি. জাতীয় পার্টি।
= জনাব খলিলুর রহমান , মুক্তিযুদ্ধা,
= জনাব রশিদ মোল্লা , সাবেক সাধারন সম্পাদক লৌহজং উপজেলা আওয়ামীলীগ ।
= জনাব তোফাজ্জল হোসেন তপন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সীগন্জ জেলা আওয়ামীলীগ।
= জনাব রফিক খান , সাস্থ্য বিষয়ক সম্পাদক লৌহজং উপজেলা আওয়ামীলীগ।
= জনাব মনির হোসেন মাস্টার , সভাপতি কনকসার ইউনিয়ন আওয়ামীলীগ।
= জনাব রফিক মোল্লা , চেয়ারম্যান লৌহজং তেউটিয়া ইউনিয়ন পরিষদ।
= মিসেস নাজনিন আক্তার সর্না, ভাইস চেয়ারম্যান লৌহজং উপজেলা পরিষদ।
= জনাব হামিদুর রহমান জুয়েল , আহবায়ক বঙ্গবন্ধু ফাউন্ডেশন ।
= জনাব বিদ্যুৎ আলম মোরল , সাবেক সাধারন সম্পাদক লৌহজং উপজেলা ছাত্রলীগ ও যুগ্ন আহবায়ক বঙ্গবন্ধু ফাউন্ডেশন লৌহজং উপজেলা।
= জনাব মাসুম আহাম্মেদ পিন্টু, সাবেক সভাপতি লৌহজং উপজেলা ছাত্রলীগ ও বর্তমান যুগ্ন আহবায়ক বঙ্গবন্ধু ফাউন্ডেশন লৌহজং উপজেলা।
= জনাব সফিকুল ইসলাম মাদবর , সাংগঠনিক সম্পাদক লৌহজং উপজেলা যুবলীগ।
= জনাব নাজমুল ইসলাম শাওন, সাবেক সাধারন সম্পাদক লৌহজং উপজেলা ছাত্রলীগ ও বর্তমান সদস্য লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগ।
= জনাব লিংকন হাওলাদার, সাবেক ছাত্রলীগ নেতা লৌহজং উপজেলা এবং মুন্সীগঞ্জ জেলা ও বর্তমান সদস্য লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগ।
——সভাপত্তিত করেন ———
= জনাব মোজাম্মেল হোসেন,অধ্যক্ষ লৌহজংবিশ্ববিদ্যালয় কলেজ

এছারাও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেত্রীবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: