odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫
উগান্ডার প্রেসিডেন্ট বলেন, আফ্রিকার মহাকাশ কর্মসূচি না থাকায় মহাদেশটি ঝুঁকিতে; বৈশ্বিক শক্তিধর দেশগুলো অবজ্ঞা করতে পারে বলেও সতর্কতা।

চাদেঁর অধিকার চায় উগান্ডা: মুসেভেনির মন্তব্যে নতুন আলোচনার ঝড়

Special Correspondent | প্রকাশিত: ১৮ November ২০২৫ ০০:২০

Special Correspondent
প্রকাশিত: ১৮ November ২০২৫ ০০:২০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি আবারো বিতর্কের জন্ম দিয়েছেন মহাকাশ ও চাঁদ নিয়ে নতুন মন্তব্য করে। সাম্প্রতিক এক জনসম্মুখ বক্তৃতায় তিনি দাবি করেন, মহাকাশ সাধারণ সম্পদ এবং আফ্রিকারও সমান অধিকার রয়েছে চাঁদে উপস্থিত থাকার। মুসেভেনি বলেন, ওই মহাকাশ সবার যৌথ সম্পত্তি। চাঁদও আমাদের। অথচ আমরা সেখানে নেই, কী হচ্ছে তা জানিও না। তিনি অভিযোগ করেন, বিশ্বে যেসব দেশ ইতোমধ্যে মহাকাশ কর্মসূচিতে এগিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, চীন ও ভারতসহ তারা দুর্বল দেশগুলোর প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে পারে। মুসেভেনির ভাষায়, এই সব দেশ এখন মহাকাশে উপস্থিত। তারা আমাদের দিকে তাকায় পোকামাকড়ের মতো। চাইলে স্প্রে করে নিশ্চিহ্ন করে দিতে পারে। উগান্ডার প্রেসিডেন্ট আর বলেন, কোনো আফ্রিকান দেশ এখনো কার্যকর মহাকাশ কর্মসূচি তৈরি করতে পারেনি। তাই বিশ্বশক্তির সঙ্গে সমান প্রযুক্তিগত অবস্থানে না গেলে সার্বভৌমত্বও হুমকির মুখে পড়তে পারে। তিনি মনে করেন, একটিও আফ্রিকান দেশে পূর্ণাঙ্গ স্পেস প্রোগ্রাম নেই। এটি বিপদের রেসিপি। এক সময় যেমন গানপাউডার না থাকায় আফ্রিকা পিছিয়ে গিয়েছিল তেমন পরিস্থিতি আবার তৈরি হচ্ছে  মহাকাশ সক্ষমতা অর্জনের জন্য আঞ্চলিক ঐক্য ও রাজনৈতিক ইন্টিগ্রেশন জরুরি, বিশেষ করে পূর্ব আফ্রিকায়।

মুসেভেনির এর আগে ভারত মহাসাগরকে যৌথ সম্পদ বলে উল্লেখ করে সেটিতে উগান্ডার অবাধ প্রবেশাধিকারের কথা বলেও সমালোচিত হয়েছিলেন।  নতুন বক্তব্যে তিনি পুনরায় দাবি করেন, মহাকাশ ও চাঁদও বৈশ্বিক সম্পদ যেখান থেকে কোনো দেশকে বাদ দেওয়া উচিত নয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ব্যঙ্গ-বিদ্রুপ অব্যাহত থাকলেও উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির বক্তব্য মূলত বৈশ্বিক শক্তির প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে আফ্রিকার পিছিয়ে থাকা অবস্থাকে তুলনা করে সতর্কবার্তা হিসেবে দেখা যায়। তিনি যুক্তি তুলে ধরেন যে, পৃথিবীর সম্পদ যেমন আন্তর্জাতিকভাবে ভাগাভাগি হওয়া উচিত, মহাকাশ ও চাঁদও তেমনই যৌথ সম্পত্তি যেখানে উপস্থিত না থাকলে আফ্রিকা ভবিষ্যতের ক্ষমতার লড়াইয়ে আরও দুর্বল হয়ে পড়বে। শক্তিধর দেশগুলোর একচেটিয়া মহাকাশ দখলকে তিনি সম্ভাব্য হুমকি হিসেবে দেখছেন এবং মনে করছেন প্রযুক্তিগত সক্ষমতা ছাড়া সার্বভৌমত্বও দীর্ঘমেয়াদে টেকসই নয়। তাই তাঁর বক্তব্যের সারমর্ম আফ্রিকার নিরাপত্তা, সম্মান ও বৈশ্বিক উপস্থিতি নিশ্চিত করতে আঞ্চলিক ঐক্য ও মহাকাশ প্রযুক্তির উন্নয়ন অপরিহার্য।

-মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: