odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 22nd November 2025, ২২nd November ২০২৫
পশ্চিম তীরে রোমান যুগের বিশাল ঐতিহাসিক স্থাপনা দখলে ইসরায়েলের পরিকল্পনা—রাতারাতি বসতি স্থাপনকারীদের নতুন আউটপোস্ট

ইসরায়েলের দখল পরিকল্পনা: দখলকৃত পশ্চিম তীরে রোমান যুগের বিশাল ঐতিহাসিক স্থাপনা দখলের প্রস্তুতি

odhikarpatra | প্রকাশিত: ২১ November ২০২৫ ১৮:৩৭

odhikarpatra
প্রকাশিত: ২১ November ২০২৫ ১৮:৩৭

সেবাস্তিয়া, দখলকৃত পশ্চিম তীর | ২১ নভেম্বর ২০২৫

ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের অন্যতম গুরুত্বপূর্ণ রোমান যুগের প্রত্নতাত্ত্বিক স্থান সেবাস্তিয়ার প্রায় ১৮০ হেক্টর জমি দখলের পরিকল্পনা ঘোষণা করেছে।
ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বৃহস্পতিবার রাতেই সেখানে নতুন আউটপোস্ট স্থাপন করেছে — যা ফিলিস্তিনি মালিকানাধীন ভূমি দখলের সর্বশেষ ঘটনা।

মানবাধিকার সংস্থা পিস নাও জানিয়েছে, সেবাস্তিয়ার এই ১,৮০০ দুনাম (১৮০ হেক্টর) এলাকা দখল করা হলে এটি হবে ইসরায়েলের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক ভূমি দখল

কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য

  • পিস নাও বলছে: “এটি শুধু ভূমি দখল নয়; ইসরায়েলের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জোন দখলের পরিকল্পিত পদক্ষেপ।”
  • হারেৎজ পত্রিকার বরাতে জানা গেছে, ইসরায়েল এই জমিগুলোকে “রাষ্ট্রীয় জমি” ঘোষণা করে সেবাস্তিয়া প্রত্নস্থলে উন্নয়ন প্রকল্প চালানোর পরিকল্পনা করছে।
  • এই দখল এমন সময়ে হচ্ছে যখন আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে নির্বিচার বসতি স্থাপন ও সহিংসতা বন্ধে চাপ বা


আপনার মূল্যবান মতামত দিন: