odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬
ঢাকা সেনানিবাসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈঠক

সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

odhikarpatra | প্রকাশিত: ২১ November ২০২৫ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ২১ November ২০২৫ ২৩:৫৮

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ | রিপোর্ট: নিজস্ব প্রতিবেদক, ওঅধিকারপত্র ডটকম**

 সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা সেনানিবাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বৈঠকে সামরিক নেতৃত্বের মধ্যে সৌহার্দ্য ও সমন্বয় আরও জোরদার হয়।

 

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে আজ সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

*শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা*

সাক্ষাতের আগে অধ্যাপক ইউনূস ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণ করেন।
তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

 

সাক্ষাৎকালে সশস্ত্র বাহিনীর ঐতিহ্য, দায়িত্ব এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও জাতীয় দায়িত্ব পালনে চলমান সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: