odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬
বৈরুতে বড় ধরনের হামলা: হিজবুল্লাহ নেতার নিহত হওয়ার খবর—উদ্বেগ বাড়ছে মধ্যপ্রাচ্যে

বৈরুতে বড় হামলা: হিজবুল্লাহ নেতাসহ কয়েকজন নিহত—উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে

odhikarpatra | প্রকাশিত: ২৪ November ২০২৫ ০২:৪৩

odhikarpatra
প্রকাশিত: ২৪ November ২০২৫ ০২:৪৩

অধিকারপত্র ডটকম, 

বৈরুত, লেবানন | ২৩ নভেম্বর ২০২৫

লেবাননের বৈরুতের দক্ষিণ অংশে ইসরায়েলি বাহিনী লক্ষ্যভিত্তিক এক বিমান হামলা চালিয়েছে। এতে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ সামরিক নেতা হায়থম আলি ট্যাবতাবাই নিহত হয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে।
সরকারি তথ্যমতে, ঘটনায় ৫ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে উদ্ধারকারী দল কাজ করছে এবং আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টদের বক্তব্য

ইসরায়েল বলছে, ট্যাবতাবাই সীমান্তে বেশ কিছু অপারেশনের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।
হিজবুল্লাহর দাবি, এই হামলা অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দেবে এবং এর প্রভাব বিস্তৃত হতে পারে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হচ্ছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

বৈরুতের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হামলায় হিজবুল্লাহর সামরিক নেতা ট্যাবতাবাই নিহত হয়েছেন। অন্তত ৫ জন নিহত, বহু আহত। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ।


 



আপনার মূল্যবান মতামত দিন: