বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা, ২৫ নভেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষকদের শতভাগ নিরপেক্ষ ও স্বচ্ছভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন— “যারা মাঠপর্যায়ে কাজ করবেন, তারা শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করবেন। পর্যবেক্ষণই তাদের কাজ—প্রভাব খাটানো নয়।”
মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন। সিইসি জানান, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়াই কমিশনের প্রধান এজেন্ডা, আর সে কারণে পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“আপনাদের চোখ দিয়েও নির্বাচনকে দেখতে চাই” — সিইসি
সিইসি নাসির উদ্দিন বলেন—
“কমিশনের নিজস্ব সুপারভাইজারি মেকানিজম আছে, কিন্তু আমরা আপনাদের চোখ দিয়েও নির্বাচন পর্যবেক্ষণ করতে চাই। মাঠপর্যায়ের বাস্তবতা আপনারাই সবচেয়ে ভালো জানেন।”
তিনি পর্যবেক্ষকদের স্বচ্ছতার সঙ্গে রিপোর্ট প্রদান করতে এবং আচরণবিধি ও আইন লঙ্ঘনের ঘটনা সঠিকভাবে জানাতে অনুরোধ জানান।
দলীয় প্রভাবমুক্ত থাকার নির্দেশ
সভায় তিনি স্পষ্ট করে বলেন—
“যাদেরকে পর্যবেক্ষণ কাজে নিয়োগ করবেন, তারা যেন দলীয় প্রচারণা বা প্রভাব বিস্তার না করেন। তাদের কাজ শুধুই পর্যবেক্ষণ, হস্তক্ষেপ নয়।”
সিইসি জানান, নির্বাচনের প্রতিটি ধাপ—প্রচারকালীন অবস্থা, কেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা বাহিনীর ভূমিকা, ভোটারদের বাধা—সবকিছুই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে হবে।
ভুল থাকলে সংশোধনের আশ্বাস
এএমএম নাসির উদ্দিন জানান—
“ইসির ব্যবস্থাপনায় ত্রুটি থাকলে আমরা তা সংশোধন করব। পর্যবেক্ষকদের সুপারিশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
সংলাপে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানের মাছউদ, তাহমিদা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং সিনিয়র সচিব আখতার আহমেদসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: