রুয়েটের দুই চ্যাম্পিয়ন ডিবেট টিমের সৌজন্য সাক্ষাৎ উপাচার্যের সঙ্গে
এসইও সাবহেডলাইন: রুয়েটের দুইটি পৃথক টিম জাতীয় ও আঞ্চলিক ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে উপাচার্যের সাথে ট্রফি উঁচিয়ে ধরলেন
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫
দুইটি পৃথক জাতীয় ও আঞ্চলিক ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই টিম। বিজয়ী শিক্ষার্থীরা মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের অর্জিত ট্রফি প্রদর্শন করেন।
সাক্ষাৎকালে উপাচার্য শিক্ষার্থীদের অসাধারণ অর্জনের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, রুয়েটের শিক্ষার্থীরা লেখাপড়া, গবেষণা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বরাবরই সবার সামনে ছিল—ভবিষ্যতেও থাকবে। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন—
- ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার
- আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব
- ছাত্র কল্যাণ দপ্তরের সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিক
- ইসিই বিভাগের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি
- জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. গোলাম মুরতুজা
দুই ডিবেট টুর্নামেন্টে রুয়েটের চ্যাম্পিয়নদের সাফল্য
চলতি নভেম্বর মাসে দেশের দুইটি আলোচিত ডিবেট টুর্নামেন্টে রুয়েটের দু’টি টিম চ্যাম্পিয়ন হয়।
আরইউডিএফ জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব
রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (আরইউডিএফ) আয়োজিত প্রতিযোগিতায় ২০টি বিশ্ববিদ্যালয় দলকে পরাজিত করে ‘রুয়েট ডিসি প্লাটো’ চ্যাম্পিয়ন হয়।
এই টুর্নামেন্টে আবিদ মাহমুদ এককভাবে ‘ডিবেটর অব দ্য টুর্নামেন্ট’ এবং ‘ডিবেটর অব দ্য ফাইনাল’—দুটি পুরস্কার অর্জন করেন।
ইংলিংশ মোজা প্রেজেন্টস রাজশাহী ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৫
এই প্রতিযোগিতায় ‘রুয়েটে কোনো সাপ নেই’ টিম চ্যাম্পিয়ন হয়। দলের সদস্যরা—
- তাসাউফ আহনাফ, সিএসই (২০২৪ সিরিজ)
- রেজুয়ানা করিম, সিভিল (২০২৪ সিরিজ)
- হাসিন আনজুম, ২০২৪ সিরিজ
উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে শিক্ষার্থীরা জানান, এই অর্জন রুয়েটকে আরও প্রতিনিধিত্ব করার অনুপ্রেরণা জোগাবে।
#RUET #DebateChampion #RUETDebate #RUETNews #CampusNews #Odhikarpatra #BangladeshDebate

আপনার মূল্যবান মতামত দিন: