odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 4th December 2025, ৪th December ২০২৫

শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে নয় লাখ সদস্যের নিরাপত্তা বাহিনী প্রস্তুত—বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

odhikarpatra | প্রকাশিত: ১ December ২০২৫ ২১:২৫

odhikarpatra
প্রকাশিত: ১ December ২০২৫ ২১:২৫

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার বৃহত্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব তথ্য তুলে ধরেন।

উপদেষ্টা বলেন, “জাতির জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এ ক্ষেত্রে মিডিয়া ও সব অংশীজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় ফেব্রুয়ারিতে নির্ধারিত ভোট অনুষ্ঠানে উল্লেখযোগ্য কোনো বাধা সৃষ্টি হবে না।

নির্বাচনে নয় লাখ নিরাপত্তা সদস্য মোতায়েন

সরকারের বিস্তৃত নিরাপত্তা কৌশল অনুযায়ী—

  • ১ লাখ সেনা সদস্য
  • ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য
  • আনসারের ৫ লাখ ৫০ হাজার সদস্য
  • ৩৫ হাজার বিজিবি সদস্য
  • র‌্যাবের প্রায় ৮ হাজার সদস্য
  • নৌবাহিনীর ৫ হাজার
  • কোস্টগার্ডের ৪ হাজার সদস্য

—পুরো নির্বাচনি সময়ে মাঠে দায়িত্ব পালন করবেন।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহে বডি–ওয়্যার ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে। প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার অধীনেই এই ডিভাইস পরিচালিত হবে।

দলীয় প্রভাবমুক্ত দায়িত্ব নিশ্চিত করতে বদলি ও পদায়ন

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান—

  • ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারি পদ্ধতিতে বদলি করা হয়েছে।
  • গণমাধ্যমের উপস্থিতিতে ওসি–দেরও বদলি করা হবে।
  • উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)–দেরও লটারি পদ্ধতিতে বদলি সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর বদলি ও পদায়নের পূর্ণ এখতিয়ার ইসির হাতে থাকবে।

পূর্ববর্তী নির্বাচনে দায়িত্ব পালনকারীদের অব্যাহতির চিন্তা

নিরপেক্ষতা আরও জোরদার করতে গত তিন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসি, এসপি, ইউএনও ও ওসিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

সাইবার নিরাপত্তা ও পর্যবেক্ষণ

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান—

  • সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণে এনটিএমসি কাজ করবে।
  • মোবাইল ও রিজার্ভ ফোর্সও সমন্বিত অপারেশনে যুক্ত থাকবে।
  • সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

বিজিবির দায়িত্ব পালনের বিশেষ পরিকল্পনা

বিজিবি জানিয়েছে—

  • ১,২১০ প্লাটুন সদস্য নির্বাচন দায়িত্বে থাকবে।
  • সন্দ্বীপ, হাতিয়া ও কুতুবদিয়া ছাড়া সব উপজেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
  • ১১৫ সীমান্ত উপজেলার ৬০টিতে বিজিবি স্বাধীনভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে।
  • চার ধাপে তাদের নির্বাচন প্রশিক্ষণ চলবে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, “বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনকেন্দ্রিক কোনো অস্থিরতা রোধে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।”

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা: নয় লাখ বাহিনী মোতায়েনের প্রস্তুতি সরকারের

#NationalElection2025 #BangladeshElection #SecurityDeployment #SobrajtraMinistry #ElectionCommissionBD #Odhikarpatra #BreakingNewsBD #BDPolitics



আপনার মূল্যবান মতামত দিন: