odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 4th December 2025, ৪th December ২০২৫
৪.৫ বিলিয়ন বছর আগের মহাজাগতিক ধাক্কায় ধ্বংস হয় প্রোটোপ্ল্যানেট থেইয়া; তারই টুকরো আজও পৃথিবীর গভীরে রয়ে গেছে বলে ধারণা বিজ্ঞানীদের।

প্রতিবেশী প্রোটোপ্ল্যানেট থেইয়া থেকেই চাঁদের সৃষ্টি: বিজ্ঞানীরা জানালেন নতুন তথ্য

Special Correspondent | প্রকাশিত: ২ December ২০২৫ ০০:১৫

Special Correspondent
প্রকাশিত: ২ December ২০২৫ ০০:১৫

নিউজ ডেস্ক │অধিকারপত্র

পৃথিবীর জন্ম ইতিহাসে সবচেয়ে নাটকীয় ঘটনাগুলোর একটি হলো চাঁদের সৃষ্টি। প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে পৃথিবী যখন উত্তপ্ত গলিত লোহার গোলকের মতো ছিল। ঠিক তখনই আরেকটি মঙ্গল আকারের প্রোটোপ্ল্যানেট এসে ধাক্কা খায়। ভয়াবহ এই সংঘর্ষেই গঠিত হয় চাঁদ। বিজ্ঞানীরা সেই অনুমানিত গ্রহটির নাম দিয়েছেন থেইয়া। গ্রিক পুরাণের টাইটানেস থেইয়ার নামে। এবার ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের গবেষকেরা বলছেন, এই ধ্বংসপ্রাপ্ত গ্রহ থেইয়া কোনো দূরবর্তী ভ্রমণকারী নয় বরং ছিল পৃথিবীরই রাউডি বা উচ্ছৃঙ্খল প্রতিবেশী। নতুন গবেষণাপত্রটি বিখ্যাত জার্নাল Science-এ প্রকাশিত হয়েছে। গবেষকদের নতুন বিশ্লেষণে দেখা যাচ্ছে, থেইয়ার উৎপত্তিস্থল ছিল পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ সৌরজগতের প্রথম দিকের ভিড়ে এটি ছিল একেবারে পাশের ঘরের গ্রহ। তীব্র কক্ষপথ পরিবর্তন, সংঘর্ষপ্রবণ গতিপথ এবং অস্থিতিশীল মহাকাশ পরিবেশের কারণে থেইয়া দ্রুতই পৃথিবীর সঙ্গে সংঘর্ষের পথে পড়ে। ধারণা করা হয়, এই প্রভাব সংঘর্ষে থেইয়া সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেলেও এর বিশাল অংশ পৃথিবীর সঙ্গে মিশে যায়। এমনকি পৃথিবীর ম্যান্টলের গভীরে আজও সেই প্রোটোপ্ল্যানেটের টুকরো লুকিয়ে থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন। গবেষকেরা বলছেন, চাঁদের জন্মের এ ঘটনা শুধু সৌরজগতের ইতিহাস নয় পৃথিবীর নিজস্ব ভূতাত্ত্বিক বিবর্তন বুঝতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদিও চাঁদ সৃষ্টির তীব্র সংঘর্ষ তত্ত্ব নিয়ে বৈজ্ঞানিক মহলে বড় ধরনের ঐকমত্য রয়েছে। তবুও থেইয়ার উৎপত্তি গঠন এবং কক্ষপথ কীভাবে এমন বিপর্যয় ঘটাল তা নিয়ে এখনো বহু প্রশ্নের সমাধান হয়নি। নতুন গবেষণা সেই রহস্যের একটি অংশ উন্মোচন করল। সূর্যজগতের প্রাথমিক ইতিহাস যে আরও অস্থির, আরও নাটকীয় ছিল এই গবেষণা তা আবারও প্রমাণ করছে। নতুন গবেষণা পৃথিবী-চাঁদ ব্যবস্থার জন্মকথায় গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যোগ করলেও এখনো অনেক প্রশ্নের উত্তর অমীমাংসিত। থেইয়ার উৎপত্তি, গঠন এবং সংঘর্ষ-পরবর্তী ভূগর্ভস্থ অবশেষ সম্পর্কে আরও প্রমাণ সামনে এলে সৌরজগতের প্রাচীন ইতিহাস আরও পরিষ্কার হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। তবুও সাম্প্রতিক অনুসন্ধান স্পষ্ট করেছে চাঁদের সৃষ্টি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পৃথিবীর খুব কাছের আরেকটি নবীন গ্রহের সঙ্গে ঘটে যাওয়া মহাজাগতিক সংঘর্ষের ফল। এই উপলব্ধি আমাদের গ্রহের অতীত গঠনপ্রক্রিয়া এবং সৌরজগতের বিবর্তন সম্পর্কে নতুন করে ভাবার দরজা খুলে দিচ্ছে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: