ঢাকা | ৩ ডিসেম্বর ২০২৫ অধিকার পত্র ডটকম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই ভবিষ্যৎ বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার দিকনির্দেশনা নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশের নির্বাচন ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হয়েছে। সেই ক্ষত কাটিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতেই বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে।
ইসি সানাউল্লাহ আরও বলেন, “এটি শুধু নির্বাচন কমিশনের একক দায়িত্ব নয়; এটি একটি সমন্বিত ও জাতীয় প্রয়াস। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই হবে, এর কোনো বিকল্প নেই।”
কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বক্তব্য
নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচারে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, সাংবাদিকরাই একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচনের বড় নিয়ামক শক্তি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব । তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন ও গণভোট—এই দুটি বড় আয়োজন একসঙ্গে পরিচালনা করতে হবে, যেখানে সাংবাদিকদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলো তাদের মতো কাজ করবে, আর নির্বাচন কমিশনের দায়িত্ব হবে জনগণের সামনে সঠিক ও স্বচ্ছ তথ্য তুলে ধরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক , রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি ()-এর সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।

আপনার মূল্যবান মতামত দিন: