odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 4th December 2025, ৪th December ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক পথচলার দিকনির্দেশনা দেবে—আগারগাঁওয়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় মন্তব্য করলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

ফেব্রুয়ারির নির্বাচন নির্ধারণ করবে ভবিষ্যৎ বাংলাদেশের গণতন্ত্রের রূপরেখা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

odhikarpatra | প্রকাশিত: ৩ December ২০২৫ ২২:৩৪

odhikarpatra
প্রকাশিত: ৩ December ২০২৫ ২২:৩৪

ঢাকা | ৩ ডিসেম্বর ২০২৫ অধিকার পত্র ডটকম। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই ভবিষ্যৎ বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার দিকনির্দেশনা নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশের নির্বাচন ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হয়েছে। সেই ক্ষত কাটিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতেই বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে।

ইসি সানাউল্লাহ আরও বলেন, “এটি শুধু নির্বাচন কমিশনের একক দায়িত্ব নয়; এটি একটি সমন্বিত ও জাতীয় প্রয়াস। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই হবে, এর কোনো বিকল্প নেই।”

কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বক্তব্য

নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচারে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, সাংবাদিকরাই একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচনের বড় নিয়ামক শক্তি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব । তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন ও গণভোট—এই দুটি বড় আয়োজন একসঙ্গে পরিচালনা করতে হবে, যেখানে সাংবাদিকদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলো তাদের মতো কাজ করবে, আর নির্বাচন কমিশনের দায়িত্ব হবে জনগণের সামনে সঠিক ও স্বচ্ছ তথ্য তুলে ধরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক , রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি ()-এর সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।



আপনার মূল্যবান মতামত দিন: