odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 8th December 2025, ৮th December ২০২৫
একসঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট—

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এবারই; ভোট শুরু সকাল ৭:৩০–এ, চলবে বিকেল ৪:৩০ পর্যন্ত

odhikarpatra | প্রকাশিত: ৭ December ২০২৫ ১৯:০৯

odhikarpatra
প্রকাশিত: ৭ December ২০২৫ ১৯:০৯

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ঢাকা, ৭ ডিসেম্বর ২০২৫

চলতি সপ্তাহের যেকোনো দিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দশম কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন—সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। তফসিল-পূর্ব কার্যক্রমের প্রায় সব প্রস্তুতিও এখন সম্পন্ন। প্রচলিত রীতি অনুযায়ী তফসিল ঘোষণার আগে পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। এছাড়া সিইসির তফসিল ঘোষণার বক্তব্য রেকর্ড করার জন্য সোমবার বাংলাদেশ বেতার ও বিটিভিতে চিঠি পাঠানো হবে।

ভোটগ্রহণে সময় বাড়ল—শুরু সকাল ৭:৩০, শেষ বিকেল ৪:৩০

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইসি। এবার ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। ফলে ভোটাররা সকালে ও বিকেলে আধা ঘণ্টা করে অতিরিক্ত সময় পাবেন।

ভোটার তালিকা, পোস্টাল ভোট, কর্মকর্তা নিয়োগ—সব প্রস্তুতি চূড়ান্ত

নির্বাচন কমিশনার জানান, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। পোস্টাল ভোট প্রদানকারীদের (ওসিবি, আইসিপিভি) ইমপ্রিন্ট যুক্ত করে আরেকটি তালিকা পাঠানো হবে। মাঠপর্যায়ে পাঠানো ভোটকর্মীদের তালিকা পর্যালোচনার পর সিদ্ধান্ত হয়েছে—সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি ব্যাংকের কর্মকর্তাদেরই ভোটকর্মী হিসেবে দায়িত্ব দেওয়া হবে। বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা আপাতত রিজার্ভে থাকবেন।

একসঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট—পরিবহন, সামগ্রী, লজিস্টিকসে বিশেষ গুরুত্ব

ইসি জানায়, নির্বাচনী সামগ্রী আগের মতোই নির্বাচনের আগের রাতে ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। ভোটের দিন যেন কোনো জটিলতা তৈরি না হয়—সেজন্য প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুত রাখা হবে। ভোটকক্ষে ভোটারদের সুবিধার জন্য বাড়তি সিক্রেট বুথ স্থাপন করা হবে। জায়গার সীমাবদ্ধতা থাকলে বিকল্প বুথ তৈরি করা হবে।

গণভোটে ভোটারদের সচেতন করতে আলাদা প্রচারণা

গণভোটের প্রচারের বিষয়ে ইসি জানায়, সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করছে এবং ইসি প্রয়োজনীয় সহায়তা দেবে। প্রতিটি কেন্দ্রে বড় আকারে ছাপানো গণভোটের প্রশ্ন টানিয়ে রাখা হবে, যাতে ভোটাররা কেন্দ্রে প্রবেশের আগেই বিষয়টি বুঝতে পারেন। পঙ্গু, বয়স্ক, গর্ভবতী নারীসহ বিশেষ সহায়তা প্রয়োজন এমন ভোটারদের জন্য থাকবে আলাদা সহায়তা নির্দেশনা।



আপনার মূল্যবান মতামত দিন: