ফেসবুক-ভাইরাল হেডলাইন
জাতীয় স্টেডিয়ামে বিশৃঙ্খলা! টিকিট কেলেঙ্কারি–সাংবাদিক লাঞ্ছনা—স্থগিত লাতিন বাংলা সুপার কাপের ম্যাচ! কাফ
লাতিন বাংলা সুপার কাপ স্থগিত: টিকিট হিসাব না দেওয়া, সাংবাদিক লাঞ্ছনা ও শর্তভঙ্গের অভিযোগে ক্রীড়া মন্ত্রণালয়ের কঠোর সিদ্ধান্
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
জাতীয় স্টেডিয়ামে লাতিন বাংলা সুপার কাপ–২০২৫ আয়োজনে একের পর এক অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে শেষ পর্যন্ত ১১ ডিসেম্বরের ম্যাচ স্থগিত করেছে ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সহকারী পরিচালক রুহুল আমিনের স্বাক্ষরিত এক চিঠিতে টুর্নামেন্টের বরাদ্দ বাতিল ও ম্যাচ স্থগিতের নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে জানানো হয়, ৫, ৮ ও ১১ ডিসেম্বরের জন্য শর্তসাপেক্ষে স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হলেও আয়োজক প্রতিষ্ঠান এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল একাধিক শর্ত ভঙ্গ করেছে।
এর মধ্যে ছিল—
- টিকিট বিক্রির পূর্ণাঙ্গ হিসাব জমা না দেওয়া
- মোট টিকিট বিক্রির ৫০ শতাংশ ম্যাচ শুরুর আগে জমা না দেওয়া
- স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের বিবরণী না দেওয়া
- ম্যাচ শেষে পরিষ্কার–পরিচ্ছন্নতার দায়িত্ব পালন না করা
এসব শর্ত লঙ্ঘনের পরও আয়োজকদের পক্ষ থেকে কোনো ইতিবাচক উদ্যোগ দেখা যায়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সাংবাদিক লাঞ্ছনা: পরিস্থিতি আরও জটিল
৮ ডিসেম্বরের ম্যাচ চলাকালীন জাতীয় স্টেডিয়ামের ভেতরে বেসরকারি নিরাপত্তাকর্মীদের হাতে এক ক্রীড়া সাংবাদিক হামলার শিকার হন। শুধু তাই নয়, আয়োজক দলের কয়েকজন উচ্ছৃঙ্খল সদস্য একাধিক সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন, যা মন্ত্রণালয় “অত্যন্ত দুঃখজনক” উল্লেখ করে।
৫ ও ৮ ডিসেম্বরের হিসাব জমা দেওয়ার চূড়ান্ত নির্দেশ
১১ ডিসেম্বরের ম্যাচ স্থগিতের পাশাপাশি মন্ত্রণালয় ৯ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে—
- ৫ ও ৮ ডিসেম্বরের ম্যাচের পুরো টিকিট বিক্রির হিসাব
- স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের বিবরণী
- মোট অর্থের ৫০ শতাংশ জমা
দাখিলের নির্দেশ দিয়েছে।
কাফু–ক্যানিজিয়া আসা অনিশ্চিত!
এদিকে এএফবি বক্সিং প্রমোশন টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ফুটবল কিংবদন্তি কাফু ও ক্যানিজিয়াকে আনার ঘোষণা দিয়েছিল। কিন্তু ম্যাচ স্থগিতের পর তাদের আগমনও এখন গুরুতর অনিশ্চয়তায় পড়ে গেছে।
লাতিন বাংলা সুপার কাপ ঘিরে শুরুতে দেশে ব্যাপক উন্মাদনা তৈরি হলেও টিকিট কেলেঙ্কারি, ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা এবং সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় পুরো আয়োজন এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
LatinBanglaSuperCup
#LatinBanglaSuperCu #NationalStadium #BangladeshFootball #SportsNewsBD #অধিকারপত্রডটকম #BangladeshSports #AFBBoxingPromotion

আপনার মূল্যবান মতামত দিন: