odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫
ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ: মুক্তিযুদ্ধ–স্বাধীনতা নিয়ে অবমাননাকর মন্তব্যের জবাব পথে-ঘাটে

ঢাবিতে ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ! স্বাধীনতা নিয়ে ‘অপপ্রচার’-এর বিরুদ্ধে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

odhikarpatra | প্রকাশিত: ১০ December ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১০ December ২০২৫ ২৩:৫৯

ঢাবি প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে ‘অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও অবমাননাকর মন্তব্যের’ প্রতিবাদ জানিয়ে ইলিয়াস হোসেন এবং পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন। কুশপুত্তলিকা দাহকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়।

স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা বলেন—
“পাকি বীজদের ঠিকানা, এই বাংলায় হবে না”,
“শুনে রাখো রাজাকার, বাংলা আমার বাপ-দাদার।”

আয়োজক দলের সদস্য আরাফাত চৌধুরী অধিকার পত্র ডটকমকে বলেন,
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা নৈতিক দায়িত্ববোধ থেকে এই প্রতিবাদ করেছি। বিজয়ের এই মাসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে যেভাবে অপপ্রচার, বিভ্রান্তি এবং অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে—তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন,
“এ ধরনের বক্তব্য নতুন প্রজন্মকে ভুল পথে পরিচালিত করে। তাই দেশ ও মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি।”




আপনার মূল্যবান মতামত দিন: