odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

চার দিনে মোট গ্রেপ্তার ৪,২৩২; অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ১৮ December ২০২৫ ২৩:৪৭

odhikarpatra
প্রকাশিত: ১৮ December ২০২৫ ২৩:৪৭

ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ নামের বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় যৌথ বাহিনী ৯৬৮ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই অভিযানে ৯৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ১ হাজার ৭৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার রাত থেকে শুরু হয়ে বুধবার মধ্যরাত পর্যন্ত চার দিনের অভিযানে সারা দেশে মোট ৪ হাজার ২৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি শটগান, একটি বিদেশি রিভলবার, একটি পাইপগান, একটি এলজি, আটটি ককটেল, পাঁচটি গুলি, নয়টি কার্তুজ, বিস্ফোরিত ও অবিস্ফোরিত ছয়টি গ্যাস সেল, ১২টি দেশীয় অস্ত্র এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

পুলিশ সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ এই অভিযান জোরদার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলাবিষয়ক কোর কমিটির সভায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে যৌথ বাহিনীর সমন্বয়ে প্রথম দফায় ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করা হয়েছিল। চলমান অভিযানের মাধ্যমে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

🟥 অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৬৮

#অপারেশন_ডেভিল_হান্ট #গ্রেপ্তার #আইনশৃঙ্খলা #অস্ত্র_উদ্ধার #বাংলাদেশ_অপরাধ #নির্বাচন_নিরাপত্তা #পুলিশ



আপনার মূল্যবান মতামত দিন: