odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 22nd December 2025, ২২nd December ২০২৫
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, বাংলাদেশ এখন হত্যার যুগে প্রবেশ করেছে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নয়—বেঁচে থাকার অধিকারই সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে।

ত্যার যুগে প্রবেশ করেছে বাংলাদেশ, মত প্রকাশ এখন বেঁচে থাকার প্রশ্ন: মাহফুজ আনাম

odhikarpatra | প্রকাশিত: ২২ December ২০২৫ ১৯:০৫

odhikarpatra
প্রকাশিত: ২২ December ২০২৫ ১৯:০৫

 

ঢাকা | ২২ ডিসে ২০ূ৫


ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, বাংলাদেশ এখন একটি “হত্যার যুগে” প্রবেশ করেছে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা তো দূরের কথা—বেঁচে থাকার অধিকারই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, ডেইলি স্টারের কার্যালয়ে হামলার সময় প্রায় ২৫-২৬ জন সাংবাদিক ভবনের ছাদে আটকে পড়েছিলেন। হামলাকারীরা ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে প্রবেশ করতে দেয়নি, যা স্পষ্টভাবে সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যেই করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

মাহফুজ আনাম বলেন, “তারা শুধু ভবন পোড়াতে চায়নি, তারা ডেইলি স্টারের কর্মীদের হত্যা করতে চেয়েছিল। এর অর্থ খুব পরিষ্কার।”

তিনি আরও বলেন, শুধু প্রতিক্রিয়া দেখানো বা একে অপরের পাশে দাঁড়ানো যথেষ্ট নয়—মব ভায়োলেন্সের বিরুদ্ধে এখন শক্ত ও সম্মিলিত জবাব দেওয়া প্রয়োজন।


প্রতিবাদ সভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।
সভায় উপস্থিত ছিলেন—

  • নোয়াব সভাপতি এ কে আজাদ
  • দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম
  • সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন
  • গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
    সহ বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধি।

 

মত প্রকাশ নয়, এখন বেঁচে থাকাই প্রশ্ন—বাংলাদেশ হত্যার যুগে ঢুকেছে: মাহফুজ আনাম”
#মাহফুজআনাম, #মবভায়োলেন্স #বাংলাদেশসাংদিকনির্যাতন, #ডেইলিস্টারহালা, #মতপ্রকাশেরস্বাধীনতা, #নাগরিকসমাজপ্রতিবাদ, #গণমাধ্যমনিরাত্তা



আপনার মূল্যবান মতামত দিন: