odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 23rd December 2025, ২৩rd December ২০২৫

২০২৬: ইতিহাসের সেরা নির্বাচন করার অঙ্গীকার ইসি আনোয়ারুল ইসলাম সরকারের।

odhikarpatra | প্রকাশিত: ২৩ December ২০২৫ ১৮:৩০

odhikarpatra
প্রকাশিত: ২৩ December ২০২৫ ১৮:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে দেশের ইতিহাসের সেরা নির্বাচন হতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন কমিশন অত্যন্ত আশাবাদী যে এবার একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে। তবে দায়িত্ব পালনে কোনো ধরনের সমন্বয়হীনতা বা ত্রুটি-বিচ্যুতি নজরে এলে কমিশন তা মোটেও সহজভাবে নেবে না।
সমন্বয়হীনতার কোনো সুযোগ নেই: আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়। আনোয়ারুল ইসলাম সরকার কর্মকর্তাদের স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "সমন্বয়হীনতার সামান্যতম বিচ্যুতিও আমরা স্বাভাবিকভাবে নেব না।"
আইনের কাছে দায়বদ্ধতা: নির্বাচন কমিশন যে সম্পূর্ণ স্বাধীন, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "ইসি কারো কাছে দায়বদ্ধ নয়, শুধু আইনের কাছে দায়বদ্ধ। আপনারা (কর্মকর্তারা) যেহেতু কমিশনেরই অংশ, তাই আপনারাও কেবল আইনের কাছেই দায়বদ্ধ। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা সবাই মিলে একটি পরিবার।"
৫ আগস্ট ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ: বিগত ৫ আগস্টের পটপরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, "আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা কোথা থেকে কোথায় এসেছি। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন যদি সফলভাবে করতে ব্যর্থ হই, তবে পুরো বাংলাদেশ ব্যর্থ হবে। এ পর্যন্ত একটি ঘটনা বাদে মাঠ পর্যায়ের সকল কার্যক্রম আইনসঙ্গত ও সাহসিকতার সাথে সম্পন্ন হয়েছে।"
মাঠ প্রশাসনের প্রতি নির্দেশনা: কর্মকর্তাদের প্রতি আকুল আবেদন জানিয়ে তিনি বলেন, "সবাই একসাথে মাঠে নেমে পড়ুন। ডিসি, এসপি, ইউএনও, ওসি এবং আনসার-ভিডিপি কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্বাচনী প্রস্তুতিতে কোনো গাফিলতি সহ্য করা হবে না।"
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ মোট ২২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

আনোয়ারুল সরকারের হুঙ্কার! ২০২৬-এর নির্বাচন ইতিহাসের সেরা হতে হবে, সমন্বয়হীনতা দেখলেই কঠোর ব্যবস্থা।
হ্যাশট্যাগ ও কিওয়ার্ড: #নির্বাচন২০২৬ #নির্বাচনকমিশন #আনোয়ারুলইসলামসরকার #ইতিহাসেরসেরানির্বাচন #বাংলাদেশরাজনীতি #ইসি #মাঠপ্রশাসন #জাতীয়সংসদনির্বাচন #Adhikarpatra #BreakingNews



আপনার মূল্যবান মতামত দিন: