odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 25th December 2025, ২৫th December ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ৭ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ৩৫ হাজারের বেশি প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন

জাতীয় নির্বাচনে ইতিহাস গড়ল প্রবাসী ভোট: ৭ দিনে ২ লাখ ৩৫ হাজার ব্যালট পাঠাল ইসি

odhikarpatra | প্রকাশিত: ২৫ December ২০২৫ ২০:২২

odhikarpatra
প্রকাশিত: ২৫ December ২০২৫ ২০:২২

অধিকার পত্র ডটকম, নিজস্ব প্রতিবেদক। 

ঢাকা | ২৫ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ২ লাখ ৩৫ হাজার ৭৮৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত সাত দিনে এই ব্যালট প্রেরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

ইসি সূত্র জানায়, শুধুমাত্র বৃহস্পতিবারই—

  • সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে ১০,৯৯৯টি,
  • যুক্তরাজ্যে ৩,৫০০টি,
  • কুয়েতে ৯০০টি,
  • সৌদি আরবে ১৭,৫০০টি পোস্টাল ব্যালট।

সব মিলিয়ে গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশে মোট ২ লাখ ৩৫ হাজার ৭৮৭টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে মোট ৭ লাখ ৩৮ হাজার ৭৯ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন

 কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য

প্রবাসী ভোটার নিবন্ধনের বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান,

“দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যা আরও বাড়বে। সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটার মিলিয়ে এই সংখ্যা ১০ লাখে পৌঁছাতে পারে। পাশাপাশি প্রবাসী ভোটার নিবন্ধন ৬ লাখ ছাড়াবে বলে আমরা আশাবাদী।”

ইসি তথ্য অনুযায়ী, প্রবাসী ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে—১ লাখ ৫৫ হাজার ৬৯২ জন
অন্যদিকে, দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৩ হাজার ৯৯২ জন ভোটার

 

 

বিদেশ থেকেও ভোট বিপ্লব! ৭ দিনে ২ লাখ ৩৫ হাজার প্রবাসীর কাছে ব্যালট পাঠাল ইসি

প্রবাসী ভোটার, পোস্টাল ব্যালট, জাতীয় নির্বাচন ২০২৫, নির্বাচন কমিশন, প্রবাসী ভোট, ইন-কান্ট্রি পোস্টাল ভোট, গণভোট বাংলাদেশ



আপনার মূল্যবান মতামত দিন: