নিউজ ডেস্ক | অধিকারপত্র
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হওয়া হাজারো ধর্মপ্রাণ মানুষের উদ্দেশে ঐতিহ্যবাহী Urbi et Orbi ভাষণে পোপ লিও বিশ্বব্যাপী চলমান সংঘাতের অবসানের আহ্বান জানান। ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, “অস্ত্রের শব্দ থামুক। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে সংশ্লিষ্ট পক্ষগুলো যেন আন্তরিক, সরাসরি ও সম্মানজনক সংলাপে বসার সাহস খুঁজে পায়।” তার এই আহ্বান এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টা চললেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা এখনও শুরু হয়নি। পোপ লিও বিশ্বের অন্যান্য সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সাম্প্রতিক সহিংসতা উল্লেখ করে তিনি দুই দেশের ‘প্রাচীন বন্ধুত্ব’ পুনরুদ্ধার এবং শান্তির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এর আগে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় দেওয়া ক্রিসমাস দিবসের উপদেশে পোপ বিশ্বজুড়ে গৃহহীন মানুষের দুর্দশা ও যুদ্ধবিধ্বস্ত জনগোষ্ঠীর কষ্টের কথা তুলে ধরেন। গাজায় ফিলিস্তিনিদের অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, শীত, বৃষ্টি ও বাতাসের মধ্যে তাঁবুতে থাকা মানুষদের কথা আমাদের ভুলে গেলে চলবে না। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে গাজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২১ লাখ মানুষের বেশিরভাগই বাস্তুচ্যুত, ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত। ত্রাণ সংস্থাগুলো সেখানে জরুরি সাহায্য প্রবেশের দাবি জানালেও ইসরায়েলের সামরিক সংস্থা দাবি করেছে, যুদ্ধবিরতির পর থেকে বিপুল সংখ্যক তাঁবু ও ত্রাণ সরবরাহ করা হয়েছে। বিশ্বজুড়ে শান্তি ও মানবিকতার পক্ষে পোপ লিওর এই বার্তা ক্রিসমাসের দিনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: