নিউজ ডেস্ক | অধিকারপত্র
জেলেনস্কি শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, শান্তি আলোচনা যতটুকু সম্ভব চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। তবে তিনি সতর্ক করে বলেছেন যে বৈঠক থেকে অবিলম্বে চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। এর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় আশাব্যক্তি জানিয়েছেন নতুন বছরের আগে অনেক কিছু নির্ধারণ করা যেতে পারে। ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের যৌথভাবে প্রণীত ২০-পয়েন্টের শান্তি পরিকল্পনা বর্তমানে ৯০% প্রস্তুত বলে জানিয়েছেন জেলেনস্কি। এই পরিকল্পনায় ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য কীভাবে আন্তর্জাতিক জোটগুলো সহযোগিতা করতে পারে তা আলোচনার বিষয় হবে। প্রাথমিক ২৮-পয়েন্টের পরিকল্পনাটি নভেম্বর মাসে মার্কিন ও রাশিয়ার মধ্যকার আলোচনার পর প্রকাশিত হয়েছিল। তখন এটি ক্রমেই ক্রিমিয়ারপন্থী বলে সমালোচিত হয়েছিল। পরবর্তীতে মার্কিন ও ইউক্রেনি কর্মকর্তারা এই খসড়াটি ২০-পয়েন্টের পরিকল্পনায় সংক্ষিপ্ত করেছেন।
জেলেনস্কি জানিয়েছেন, এখনও ক্রেমলিন থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তিনি বলেন, ইউক্রেন শুধুমাত্র ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় জড়িত যা রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছে। রাশিয়ার দাবি হলো ইউক্রেন ন্যাটো সদস্যপদ থেকে সরে আসুক এবং পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করুক। জেলেনস্কি এই দুই বিষয়ে কিছু ছাড় দিয়েছেন। ইউক্রেনের সেনারা দোনেটস্কের কিছু অংশ থেকে সরে যাবে। তবে এটি হলে রাশিয়াকেও সমপরিমাণ ভূখণ্ড ছাড়তে হবে। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের ভাগ্য ইউক্রেনের জনগণই নির্ধারণ করবে এবং আন্তর্জাতিক জোটগুলো যথেষ্ট শক্তিশালী যাতে রাশিয়ার সঙ্গে নিরাপদভাবে আলোচনার মাধ্যমে কোনো গণভোট আয়োজন করা সম্ভব হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তবে বিস্তারিত সময় উল্লেখ করা হয়নি।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: