নিউইয়র্ক | ২৭ ডিসেম্বর ২০২৫
সুদানে চলমান ভয়াবহ গৃহযুদ্ধ বন্ধে আবারও তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, দেশটির সাধারণ মানুষ বর্তমানে “কল্পনাতীত মানবিক দুর্ভোগের” মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে দারফুর ও কর্ডোফান অঞ্চলে সাম্প্রতিক সময়ে সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই যুদ্ধে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে কয়েক দশক মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখের বেশি মানুষ।
সাম্প্রতিক সময়ে RSF পশ্চিম সুদানের হেগলিগ এলাকা দখল করে নেয়। এর আগে অক্টোবরের শেষ দিকে দীর্ঘ ১৮ মাসের রক্তক্ষয়ী অবরোধের পর দারফুরের কৌশলগত শহর এল-ফাশের দখলে নেয় তারা। সেখানে গণহত্যা ও যৌন সহিংসতার ভয়াবহ অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টদের বক্তব্য:
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন,
“সুদানের সাধারণ মানুষ বিশেষ করে নারী ও শিশুরা এমন এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি, যা ভাষায় প্রকাশ করা কঠিন। অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।”
তিনি সব পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার এবং মানবিক করিডোর খোলার আহ্বান জানান।
আল-জাজিরার নিউজ
সুদানে ‘নরকসম জীবন’: যুদ্ধ থামাতে আবারও বিশ্বকে আহ্বান জাতিসংঘের
Sudan war 2025, Sudan ceasefire UN, Darfur conflict, RSF Sudan, Sudan humanitarian crisis, Antonio Guterres Sudan, Sudan civil war news Bangla

আপনার মূল্যবান মতামত দিন: