ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে ভারত সীমান্ত এলাকায় চোরাচালানের সময় দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ এক বহিষ্কৃত সাবেক শিবির নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার আউলিয়ার হাট নামক সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মো. আতিক হাসান (২৫) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চান্দের বাড়ি এলাকার বাসিন্দা এবং বজলার রহমানের ছেলে।
বিজিবির ৬১ ব্যাটালিয়নের (তিস্তা ব্যাটালিয়ন) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আতিক হাসানকে একটি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে জব্দকৃত মালামালসহ তাকে পাটগ্রাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বিজিবি পক্ষ থেকে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ চোরাচালান সংক্রান্ত একটি এজাহার দিয়ে একজনকে থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে পাটগ্রাম উপজেলা শাখা শিবিরের সভাপতি খোরশেদ আলম জানান, আতিক হাসান ২০২২ সালেই সংগঠনের কার্যক্রমে অনিয়ম ও নিষ্ক্রিয়তার কারণে বহিষ্কৃত হন এবং বর্তমানে তার সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।

আপনার মূল্যবান মতামত দিন: