বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে তাঁদের নাম ভোটার হিসেবে যুক্ত হয়েছে।
দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে তারেক রহমানের ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে। পরে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখাও বিষয়টি নিশ্চিত করে।
এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করেন। সেখানে তিনি আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য প্রদান করেন।
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানায়, বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি প্রস্তুত হওয়ার কথা।
উল্লেখ্য, ২০০৭–২০০৮ সালে বাংলাদেশে প্রথমবার ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে অবস্থান করায় সে সময় ভোটার হিসেবে নিবন্ধন করা সম্ভব হয়নি। পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনে তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন।
রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের ভোটার হিসেবে অন্তর্ভুক্তিকে আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষক

আপনার মূল্যবান মতামত দিন: