odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 28th December 2025, ২৮th December ২০২৫
তাসনিম জারা ও তাজনূভা জাবীনের পদত্যাগে এনসিপিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সদস্যসচিব আখতার হোসেন। জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়েও জানালেন সর্বশেষ অবস্থান।

জারা ও তাজনূভার পদত্যাগে এনসিপিতে কোনো প্রভাব পড়বে না: আখতার হোসেন

odhikarpatra | প্রকাশিত: ২৮ December ২০২৫ ২০:১৮

odhikarpatra
প্রকাশিত: ২৮ December ২০২৫ ২০:১৮

ঢাকা | ২৮ ডিসেম্বর ২০২৫

📌 মূল তথ্য  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ডা. তাসনিম জারা ও তাজনূভা জাবীনের পদত্যাগে দলের সাংগঠনিক শক্তিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাজনৈতিক দলে ভিন্নমত থাকা স্বাভাবিক এবং পদত্যাগ বা যোগদান গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। কয়েকজন নেতার পদত্যাগে দল দুর্বল হবে—এমন ধারণার কোনো ভিত্তি নেই। এনসিপি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল, যেখানে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনুসরণ করা হয়।

 আখতার হোসেন আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সমঝোতা হলেও আসন বণ্টন নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি।

 শনিবার রাতে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা দল থেকে পদত্যাগ করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
এরপর রোববার এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনও দল ছাড়ার ঘোষণা দেন।



জারা-তাজনূভার পদত্যাগে ভাঙন নয়, উল্টো শক্ত থাকবে এনসিপি—আখতার হোসেন

#জাতীয়নাগরিকপার্টি, #এনসিপি,তাসনিমজারা, #তাজনূভাজাবীন, #আখতারহোসেন, #এনসিপিপদত্যাগ, #জামায়াতআসনসমঝোতা, #বাংলাদেশরাজনীতি২০২৫



আপনার মূল্যবান মতামত দিন: