“অধিকার পত্র ডটকম”– পূর্ণাঙ্গ সংবাদ
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইপিজেড থানা যুবদলের সদস্য সচিব আজম সোহেল নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পতেঙ্গা থানার কাটগড় চরপাড়া এলাকায় আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীতে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত আজম সোহেল বন্দরটিলা এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীর সওদাগরের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক মো. লিটন মিঞা বলেন, দুর্ঘটনার পরপরই স্বজনরা আজম সোহেলকে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এই দুর্ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও স্বজনরা আকস্মিক এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
চট্টগ্রাম সংবাদ EPZ থানা যুবদল পতেঙ্গা সড়ক দুর্ঘটনা যুবদল নেতা নিহত অধিকার পত্র আজম সোহেলননিহত চট্টগ্রাম দুর্ঘটনা

আপনার মূল্যবান মতামত দিন: