odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 30th December 2025, ৩০th December ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু: ৩১ ডিসেম্বর একদিনের সরকারি ছুটি, শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, টানা তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

odhikarpatra | প্রকাশিত: ৩০ December ২০২৫ ১৮:১৭

odhikarpatra
প্রকাশিত: ৩০ December ২০২৫ ১৮:১৭

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাহী আদেশে বুধবার এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে

তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট সংযোগ, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা দায়িত্ব পালন করবেন।

এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা চালু থাকবে। চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবায় নিয়োজিত সব কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির আওতাবহির্ভূত থাকবেন। জরুরি কাজে সম্পৃক্ত অফিসসমূহও খোলা থাকবে বলে জানানো হয়েছে।

ব্যাংকিং কার্যক্রম ও আদালতের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

রাষ্ট্রীয় শোক চলাকালে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে প্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানিয়েছে সরকার।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম


খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, টানা তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

#খালেদা_জিয়া #সাধারণছুটি #রাষ্ট্রীয়_শোক #BNP #বাংলাদেশ_রাজনীতি #BreakingNews #OdhikarPatra



আপনার মূল্যবান মতামত দিন: