odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 31st December 2025, ৩১st December ২০২৫
দলীয় সিদ্ধান্ত অমান্য ও স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রুমিন ফারহানা–সাইফুল আলম–হাসান মামুনসহ ৯ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

রুমিন ফারহানা, সাইফুল আলম ও হাসান মামুনসহ বিএনপির ৯ নেতা বহিষ্কার

odhikarpatra | প্রকাশিত: ৩০ December ২০২৫ ২৩:৪১

odhikarpatra
প্রকাশিত: ৩০ December ২০২৫ ২৩:৪১

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম সংবাদ প্রতিবেদন

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫ — দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির কেন্দ্রীয় নেত্রী রুমিন ফারহানা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম (নীরব) ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনসহ মোট ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহিষ্কৃত অন্য নেতারা হলেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, আবদুল খালেক; কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে; সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান।

দলীয় সূত্র জানায়, বহিষ্কৃত রুমিন ফারহানা, সাইফুল আলম ও হাসান মামুন—এই তিনজনই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, যা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত ও জোটগত সমঝোতার পরিপন্থী।

রুমিন ফারহানার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপি জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এর পরও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন।

অন্যদিকে, সাইফুল আলমকে প্রাথমিকভাবে ঢাকা–১২ আসনের জন্য বিএনপির মনোনয়ন দেওয়া হলেও পরবর্তী সময়ে জোটগত সমঝোতার অংশ হিসেবে ওই আসনটি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ছেড়ে দেয় বিএনপি। এরপর সাইফুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুনের বাড়ি পটুয়াখালী জেলায়। গলাচিপা–দশমিনা নিয়ে গঠিত পটুয়াখালী–৩ আসনে বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে ছাড় দিয়েছে। দীর্ঘদিন ধরে ওই আসনে নির্বাচনী প্রস্তুতি নেওয়া সত্ত্বেও হাসান মামুনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

বিএনপি নেতারা বলছেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং জোটগত সিদ্ধান্ত কার্যকর করতেই এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।


✍️ রিপোর্টার

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম


 

রুমিন ফারহানা বহিষ্কার, সাইফুল আলম বিএনপি, হাসান মামুন বহিষ্কার, বিএনপি ৯ নেতা বহিষ্কার, বিএনপি স্বতন্ত্র প্রার্থী, জাতীয় সংসদ নির্বাচন ২০২৫


 

#BNP
#রুমিন_ফারহানা
#সাইফুল_আলম
#হাসান_মামুন
#বিএনপি_বহিষ্কার
#জাতীয়_নির্বাচন
#BangladeshPolitics
#OdhikarPatra


 



আপনার মূল্যবান মতামত দিন: