odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 31st December 2025, ৩১st December ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের, বললেন—গণতান্ত্রিক আন্দোলনে অপূরণীয় শূন্যতা

খালেদা জিয়ার চলে যাওয়ার শোক অপূরণীয়, জাতি কখনো পূরণ করতে পারবে না: মির্জা ফখরুল

odhikarpatra | প্রকাশিত: ৩০ December ২০২৫ ২৩:৫১

odhikarpatra
প্রকাশিত: ৩০ December ২০২৫ ২৩:৫১

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম


সংবাদ প্রতিবেদন

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫ — সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আপসহীন এই নেত্রীর চলে যাওয়া এমন এক শোক, যা কোনোভাবেই পূরণ হওয়ার নয়; জাতি এটি আজীবন অনুভব করবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে আবেগঘন কণ্ঠে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মৃত্যুসংবাদ নিয়ে গণমাধ্যমের সামনে দাঁড়াতে হবে—এটা কেউ কখনো কল্পনাও করেনি। শেষ মুহূর্ত পর্যন্ত নেত্রী সুস্থ হয়ে উঠবেন—এমন আশাই সবাই করে গেছেন।

তিনি আরও বলেন, ভোর ৬টায় জাতি হারিয়েছে তাদের ‘গণতন্ত্রের মা’ ও এক সাহসী অভিভাবককে। এই ক্ষতি কেবল একটি রাজনৈতিক দলের নয়; এটি পুরো জাতির জন্যই এক অস্বাভাবিক ও অপূরণীয় ক্ষতি।

বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন জনগণের অধিকার, গণতন্ত্র ও দেশের কল্যাণের প্রশ্নে আপসহীন অবস্থান নিয়েছিলেন। ব্যক্তিগত সুখ–স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি রাজনীতি করেছেন, লড়াই করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে। এমন একজন নেত্রীকে হারানোর বেদনা সহকর্মী ও রাজনৈতিক কর্মীদের জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়।

মির্জা ফখরুলের মতে, খালেদা জিয়ার মৃত্যু শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, বিশ্বব্যাপী গণতান্ত্রিক আন্দোলনেও একটি গভীর শূন্যতা তৈরি করেছে। বহু দেশ ও আন্তর্জাতিক সংগঠন তাঁর অবদানের কথা স্মরণ করছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ মেডিকেল বোর্ডের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে হাসপাতালের মেডিকেল বোর্ড আনুষ্ঠানিকভাবে জানায়, মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

চিকিৎসকরা জানান, গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: