odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করল সোমালিয়া

odhikarpatra | প্রকাশিত: ১ January ২০২৬ ১৮:৪২

odhikarpatra
প্রকাশিত: ১ January ২০২৬ ১৮:৪২


আন্তর্জাতিক ডেস্ক, অধিকারপত্র | নতুন বছরের শুরুতেই বিশ্বমঞ্চে বড় কূটনৈতিক সাফল্যে অর্জন করল পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া। ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জাতিসংঘের শক্তিশালী অঙ্গসংস্থা ‘নিরাপত্তা পরিষদ’-এর আবর্তনশীল সভাপতির (Presidency) দায়িত্ব গ্রহণ করেছে দেশটি।


বিস্তারিত ঘটনা:
জাতিসংঘের নিয়ম অনুযায়ী, নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে প্রতি মাসে সভাপতিত্ব পরিবর্তিত হয়। সেই নিয়ম অনুযায়ী, ১ জানুয়ারি থেকে সোমালিয়া এই মর্যাদাপূর্ণ দায়িত্ব বুঝে নিয়েছে। গত কয়েক দশকের মধ্যে এটি সোমালিয়ার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।


সোমালিয়ার ভূমিকা ও গুরুত্ব:
নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে সোমালিয়া এখন বিশ্বশান্তি ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা এবং বিতর্কের নেতৃত্ব দেবে। বিশেষ করে লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা, আফ্রিকার হর্ন অব আফ্রিকা অঞ্চলের স্থিতিশীলতা এবং সন্ত্রাসবাদ দমনের বিষয়গুলো এই মাসে প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।


জাতিসংঘে নিযুক্ত সোমালিয়ার স্থায়ী মিশন এক বার্তায় জানিয়েছে, তারা এই এক মাস অত্যন্ত স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সাথে বৈশ্বিক সংকট নিরসনে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বনেতারা সোমালিয়ার এই দায়িত্ব গ্রহণকে দেশটির দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আসার ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই কার্যক্রমের নিয়মিত আপডেট পাওয়া যাবে সোমালিয়ার স্থায়ী মিশনের অফিসিয়াল হ্যান্ডেল (@SomaliaatUN) থেকে।


সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা।



আপনার মূল্যবান মতামত দিন: