odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬
খালেদা জিয়ার প্রয়াণে জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমানের আবেগঘন ফেসবুক বার্তা

শোককে শক্তিতে রূপ দেওয়ার অঙ্গীকার: মায়ের মৃত্যুতে দেশবাসীর ভালোবাসায় আপ্লুত তারেক রহমান

odhikarpatra | প্রকাশিত: ১ January ২০২৬ ২২:৩৯

odhikarpatra
প্রকাশিত: ১ January ২০২৬ ২২:৩৯

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দেশবাসীর অভূতপূর্ব উপস্থিতি ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের মৃত্যুর পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি শোক ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করেন এবং প্রয়াত মায়ের আদর্শ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় তিনি তার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, এই কঠিন সময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি।

তিনি বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষ-লক্ষ মানুষের সম্মিলিত উপস্থিতি আবারও স্মরণ করিয়ে দিয়েছে—খালেদা জিয়া শুধু একজন মায়ের পরিচয়ে সীমাবদ্ধ ছিলেন না; বহু অর্থেই তিনি ছিলেন সমগ্র জাতির মা।

ফেসবুক পোস্টে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সশরীরে উপস্থিতি এবং বিভিন্ন রাষ্ট্রের সমবেদনার কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, এই আন্তর্জাতিক সহমর্মিতা তাদের হৃদয় গভীরভাবে স্পর্শ করেছে।

শোকের এই মুহূর্তে তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করেন। তার ভাষায়, নিকটজন হারানোর বেদনার মাঝেও মানুষের ভালোবাসায় পুরো বাংলাদেশই যেন তার পরিবার হয়ে উঠেছে।

তারেক রহমান আরও লেখেন, তার মা সারাজীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন এবং দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন—যেখানে খালেদা জিয়ার পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি সেই যাত্রা এগিয়ে নিতে চেষ্টা করবেন।

সবশেষে তিনি মহান আল্লাহর কাছে মায়ের রূহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, খালেদা জিয়ার ভালোবাসা, ত্যাগ ও উদারতার আদর্শ থেকেই জাতি শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে নেবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: