নিজস্ব প্রতিবেদক | ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তিনি এই সমবেদনা জ্ঞাপন করেন।
কার্যালয়ে পৌঁছে জামায়াতের আমির সেখানে রক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন এবং প্রয়াত নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত খোঁজখবর নেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দেশব্যাপী ছড়িয়ে থাকা বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সান্ত্বনা দেন তিনি।
জামায়াত আমিরের এই সফরের সময় গুলশান কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. শফিকুর রহমানের সঙ্গে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং মোবারক হোসাইন। দুই দলের শীর্ষ নেতাদের এই সাক্ষাৎকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে সান্ত্বনা দিতে গুলশানে জামায়াতের আমির! শোকবইয়ে আবেগঘন স্বাক্ষর।
: #KhaledaZia #TariqueRahman #JamaatEIslami #BNP #BangladeshPolitics #Condolence #ShafiqurRahman #AdhikarpatraNews #অধিকারপত্র #খালেদাজিয়া #তারেকরহমান
খালেদা জিয়ার মৃত্যু তারেক রহমান জামায়াত আমির শফিকুর রহমান বিএনপি জামায়াত বৈঠক গুলশান কার্যালয় শোকবইয়ে স্বাক্ষর।

আপনার মূল্যবান মতামত দিন: