odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

খালেদা জিয়ার স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ২ January ২০২৬ ২০:০৯

odhikarpatra
প্রকাশিত: ২ January ২০২৬ ২০:০৯

ক্যাম্পাস প্রতিনিধি:

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দোয়া মাহফিলের আয়োজন করেছে কুবি শাখা ছাত্রদল।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বাদ জুমা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপি বা ছাত্রদলের অভিভাবক ছিলেন না, তিনি ছিলেন পুরো বাংলাদেশের একজন অভিভাবক। তিনি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এবং মধ্যপন্থায় দেশ পরিচালনা করেছেন। সংকটকালেও তিনি দেশ ও মানুষের ওপর আস্থা রেখেছেন।”

তিনি আরও বলেন, “দেশনেত্রী দেশের মানুষকে আপন মনে করতেন এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন জাতীয় স্বার্থকে। তাঁর আদর্শ ও নীতি অনুসরণ করেই আগামীর বাংলাদেশ গড়তে ছাত্রদল ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, সেই আদর্শ ধারণ করে দেশনায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।” এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

দোয়া মাহফিলে বক্তব্যে কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

মিলাদ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

🖊️ ক্যাম্পাস প্রতিনিধি
📝 শাহরিয়ার হাসান জুবায়ের
📅 শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬



আপনার মূল্যবান মতামত দিন: