odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 7th January 2026, ৭th January ২০২৬
গণভোট মানে ‘হ্যাঁ’ বা ‘না’—দেশ পরিচালনার পথ নির্ধারণ করবেন জনগণ

প্রতি ৫ বছরে গণভোট হবে না, গণভোটে কোনো প্রার্থী নেই: আলী রীয়াজ

odhikarpatra | প্রকাশিত: ৫ January ২০২৬ ২৩:০৩

odhikarpatra
প্রকাশিত: ৫ January ২০২৬ ২৩:০৩

 বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
তারিখ: সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

প্রতি পাঁচ বছরে গণভোট অনুষ্ঠিত হবে না এবং গণভোটে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্রার্থী থাকে না—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক নির্বাচনী কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন,
“গণভোট কোনো প্রচলিত নির্বাচন নয়। এখানে কারও বিরুদ্ধে বা পক্ষে ভোট দেওয়ার বিষয় নেই। জনগণের সামনে কেবল ‘হ্যাঁ’ অথবা ‘না’—এই দুটি বিকল্প থাকে।”

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, গণভোট এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ ভবিষ্যতে দেশ কীভাবে পরিচালিত হবে, সেই পথ ও পদ্ধতি নির্ধারণ করে দেয়। গণভোটের ফলাফলের ওপর ভিত্তি করেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।

গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত ও বাস্তবায়নের ক্ষেত্রেও জনগণের রায় গণভোটের মাধ্যমে নেওয়া হতে পারে

একই অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন,
“স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই কাঠামো বাস্তবায়ন করা সম্ভব কেবল গণভোটের মাধ্যমেই।”

তিনি আরও বলেন, ছলচাতুরি করে ক্ষমতা কুক্ষিগত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গণভোট বাস্তবায়ন অত্যন্ত জরুরি

🔴 প্রতি ৫ বছরে গণভোট হবে না, গণভোটে কোনো প্রার্থী নেই: আলী রীয়াজ

#গণভোট #আলী_রীয়াজ #জাতীয়_রাজনীতি #সংবিধান #নির্বাচন #BangladeshPolitics #Odhikarpatra



আপনার মূল্যবান মতামত দিন: