odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 7th January 2026, ৭th January ২০২৬
কলকাতায় দুদিন চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় হাসপাতাল ত্যাগ, ভেন্টিলেটার গুজব নাকচ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের

odhikarpatra | প্রকাশিত: ৫ January ২০২৬ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ৫ January ২০২৬ ২৩:৫৪

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
তারিখ: সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে ভারতে অবস্থানকালে কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। দুদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আওয়ামী লীগের একাধিক নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম জানান, বয়সজনিত কারণে ওবায়দুল কাদেরের কিছু শারীরিক জটিলতা রয়েছে এবং তিনি নিয়মিত চিকিৎসার মধ্যে থাকেন। শীতজনিত সমস্যার কারণে চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মূলত রুটিন স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য

তিনি আরও বলেন, “সম্প্রতি কিছু গণমাধ্যমে তাঁর ভেন্টিলেটারে থাকার খবর প্রচারিত হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।”

ভারতে অবস্থানরত দলের আরেক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত সপ্তাহ থেকে ওবায়দুল কাদের শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রথমে বাসায় অক্সিজেন সাপোর্ট দেওয়া হলেও পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওই নেতা আরও জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার বিষয়ে অবহিত করা হয়েছে এবং তিনি নিয়মিত খোঁজখবর রাখছেন।

তবে কলকাতার কোন হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছে—এ বিষয়ে দলীয়ভাবে বিস্তারিত জানাতে কেউ আগ্রহ প্রকাশ করেননি।

দলীয় সূত্রগুলো বলছে, বর্তমানে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: