ঢাকা, ৫ জানুয়ারি ২০২৬ – শীতকালীন রোগের প্রাদুর্ভাব রোধ ও রোগীদের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব হাসপাতালের জন্য ৭ দফা জরুরি নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালে ভাঙা জানালা ও দরজা মেরামত, রোগীদের জন্য কম্বল ও মশারি সরবরাহ, শীতকালীন রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম পর্যাপ্ত রাখা, শিশু ও মেডিসিন ওয়ার্ডে বৈকালিক রাউন্ড নিশ্চিত করা, রোগীর অভিভাবক ও পরিবারের জন্য স্বাস্থ্য শিক্ষা প্রদান, দৈনিক স্বাস্থ্য প্রতিবেদন পাঠানো এবং হাসপাতাল প্রধানদের বিশেষ নজরদারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেশের সকল মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর ও জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে, উল্লিখিত পদক্ষেপগুলো দ্রুততম সময়ে কার্যকর করতে হবে, যাতে শীতকালীন রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে থাকে এবং রোগীরা সঠিক সেবা পান।
প্রতিবেদন: বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বিভাগ: স্বাস্থ্য / জাতীয়
তারিখ: সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
🟢 দেশের সকল হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা
#স্বাস্থ্য #হাসপাতাল #শীতকালীন_রোগ #বাংলাদেশ #HealthBangladesh #Odhikarpatra

আপনার মূল্যবান মতামত দিন: