odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 8th January 2026, ৮th January ২০২৬
নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের অভিযোগে সাভারে পুলিশের অভিযান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের লিখিত অভিযোগের পরই আটক

২১ বছর পর নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগ: সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী আটক

odhikarpatra | প্রকাশিত: ৬ January ২০২৬ ১৫:৫২

odhikarpatra
প্রকাশিত: ৬ January ২০২৬ ১৫:৫২

ক্রাইম প্রতিনিধি, অধিকারপত্র ডটকম
📅 মঙ্গলবার | ০৬ জানুয়ারি ২০২৬

ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার অভিযোগে সিটি ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের একটি হলের ভেতরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের লিখিত অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন

আটক শিক্ষার্থীদের পরিচয়

পুলিশ জানায়, আটক পাঁচ শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষে অধ্যয়নরত। তারা হলেন—

  • তানভীর আহমেদ (২৩), নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দুবরাগপুর গ্রামের আবু তাহেরের ছেলে
  • পার্থ হালদার (২৪), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দুয়াজানি গ্রামের স্বপন হালদারের ছেলে
  • অমিত বিশ্বাস (২২), কক্সবাজার জেলার সদর থানার দীপক বিশ্বাসের ছেলে
  • নাঈম ইসলাম (২৩), ভোলা জেলার কাজিরহাট থানার ছারপাতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে
  • আব্দুর রহমান (২৪), পাবনা জেলার ভাঙ্গুরা থানার ভোলামারি গ্রামের রবিউল করিমের ছেলে

 কিভাবে পালিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভেতরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়।

এরপর রবিবার (৫ জানুয়ারি) সকালে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান শুরু করে।

পুলিশের অভিযান ও বক্তব্য

বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন জানান,

“নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে খাগান এলাকা থেকে পাঁচজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পুলিশ আরও জানায়, আটক শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

আইনগত দিক ও প্রশাসনিক অবস্থান

নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রম দেশের প্রচলিত আইন ও প্রশাসনিক নির্দেশনার পরিপন্থী বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও জানিয়েছে, ক্যাম্পাসে কোনো ধরনের নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম বরদাশত করা হবে না।

 ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ঘটনার পর সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আইন ও বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।

বিশ্লেষকদের মতে, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


 

২১ বছর পর নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগ: সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী আটক

#ছাত্রলীগ #সিটি_ইউনিভার্সিটি #সাভার #শিক্ষার্থী_আটক
#নিষিদ্ধ_সংগঠন #বাংলাদেশ_রাজনীতি #CampusCrime #OdhikarPatra


 



আপনার মূল্যবান মতামত দিন: