ক্যাম্পাস প্রতিনিধি
কারিগরি ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এ তথ্য জানান জকসুর নির্বাচন কমিশনার আনিসুর রহমান।
তিনি বলেন, ভোট গণনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে দুটি ভিন্ন কোম্পানির দুটি গণনা মেশিন ব্যবহার করা হচ্ছিল। তবে কারিগরি সমস্যার কারণে দুটি মেশিনে ভিন্ন ভিন্ন ফলাফল দেখা যায়। এ পরিস্থিতিতে আপাতত ভোট গণনা বন্ধ রেখে বিষয়টি নিয়ে প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার আনিসুর রহমান আরও বলেন, “ভিপি ও জিএস পদপ্রার্থীসহ সব প্যানেলের প্রতিনিধিদের সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে ভোটের ফলাফল নিয়ে কোনো ধরনের প্রশ্ন না থাকে।” শুরুতে শিক্ষক সমিতির লাউঞ্জে বৈঠকের কথা বলা হলেও পরে তা উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।
ভোট গণনা স্থগিত থাকার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষে রাখা ব্যালট বাক্সগুলো পুলিশ সদস্যদের তত্ত্বাবধানে নিরাপদে রাখা হয়েছে। মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়।
এর আগে আরেক নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম জানান, দুটি মেশিনে ভিন্ন ফল আসায় অভিন্ন ও নির্ভুল ফল নিশ্চিত করতে চেষ্টা চালানো হচ্ছিল। কারিগরি জটিলতা নিরসন না হওয়ায় শেষ পর্যন্ত ভোট গণনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলে। বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় পার হলেও কয়েকটি কেন্দ্রে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
সব কেন্দ্রের ভোট শেষ হলে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে আনা হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্র সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে অংশ নেন।
এবারের জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৬৫ জন। চারটি প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশ নেন। প্যানেলগুলো হলো— ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট–সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।
ভিপি (সহসভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন, জিএস (সাধারণ সম্পাদক) পদে ৯ জন এবং এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে লড়ছেন ৮ জন প্রার্থী।
🗳️ কারিগরি ত্রুটিতে থমকে গেল জকসু ভোট গণনা, প্রার্থীদের সঙ্গে বৈঠকে কমিশন
জকসু_নির্বাচন #জবি #জগন্নাথ_বিশ্ববিদ্যালয় #ভোট_গণনা #বাংলাদেশ_ক্যাম্পাস #StudentPolitics #JAKSU

আপনার মূল্যবান মতামত দিন: