odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬
ভেনিজুয়েলা-সংযুক্ত নিষেধাজ্ঞাভুক্ত তেল পরিবহনের অভিযোগে আটলান্টিকে অভিযান চালিয়ে একটি ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। নাম ও পতাকা বদলে পালানোর চেষ্টা করেও মার্কিন নজরদারি এড়াতে পারেনি জাহাজটি।

আটলান্টিকে নৌ-যুদ্ধাবস্থা: রাশিয়ার পতাকাবাহী তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

Special Correspondent | প্রকাশিত: ৭ January ২০২৬ ২১:০০

Special Correspondent
প্রকাশিত: ৭ January ২০২৬ ২১:০০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

আটলান্টিক মহাসাগরে কয়েকদিনের শ্বাসরুদ্ধকর ধাওয়া এবং গোয়েন্দা নজরদারি শেষে ভেনেজুয়েলার তেল পরিবহনে লিপ্ত একটি রাশিয়ান পতাকাবাহী জাহাজ আটক করেছে মার্কিন বাহিনী। মার্কিন ইউরোপীয় কমান্ড (EUCOM) সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযানের নেপথ্য: বেলা ১ থেকে মারিনেরা

আটককৃত জাহাজটি মূলত বেলা-১ (Bella 1) নামে পরিচিত যা ২০২৪ সালে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হয়। অবৈধ তেল পরিবহনের অভিযোগে একে শ্যাডো ফ্লিট বা ছায়া বহরের অংশ হিসেবে চিহ্নিত করেছিল ওয়াশিংটন। গত মাসে ভেনেজুয়েলা উপকূলে মার্কিন কোস্ট গার্ড জাহাজটিকে আটক করার চেষ্টা করলে সেটি পালিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে থাকে। পালানোর এক পর্যায়ে জাহাজের ক্রু মেম্বাররা এর গায়ে রাশিয়ার পতাকা এঁকে দেয় এবং রাশিয়ার জাহাজ নিবন্ধনে মারিনেরা নামে নতুন করে নথিবদ্ধ হয়। রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই ধাওয়া বন্ধ করার জন্য কূটনৈতিক দাবি জানালেও ট্রাম্প প্রশাসন জাহাজটিকে রাষ্ট্রহীন (Stateless) হিসেবে গণ্য করে অভিযান চালিয়ে যায়।

সামরিক শক্তির মহড়া ও চূড়ান্ত আটক

এই অভিযান সফল করতে গত কয়েকদিনে যুক্তরাজ্যে ব্যাপক সামরিক তৎপরতা চালায় যুক্তরাষ্ট্র।

বিমান মোতায়েন: গত ৩ থেকে ৫ জানুয়ারির মধ্যে অন্তত ১২টি মার্কিন সি-১৭ (C-17) পরিবহন বিমান যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড এবং ল্যাকেনহিথ ঘাঁটিতে অবতরণ করে।

নজরদারি: সাফোকের আরএএফ মাইল্ডেনহল থেকে পি-৮ (P-8) সার্ভেইল্যান্স এয়ারক্রাফট দিয়ে টানা কয়েকদিন জাহাজটির অবস্থান পর্যবেক্ষণ করা হয়।

স্পেশাল ফোর্স: অভিযানে ভি-২২ অস্প্রে (V-22 Osprey) এবং এসি-১৩০ গানশিপের (AC-130 gunships) উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ট্রাম্পের ব্লকডেইড ও ভেনেজুয়েলা পরিস্থিতি

গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ওপর সম্পূর্ণ অবরোধ (Complete Blockade) ঘোষণা করেন। এর ধারাবাহিকতায় গত ১১ ডিসেম্বরও গায়ানার ভুয়া পতাকা লাগানো ‘স্কিপার’নামক একটি বিশাল তেলবাহী জাহাজ আটক করেছিল মার্কিন বাহিনী। উল্লেখ্য, গত শনিবার ভোরে কারাকাস থেকে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মার্কিন বাহিনী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের ওপর ‘লিভারেজ’ বা প্রভাব বজায় রাখতে এই নৌ-অবরোধ অব্যাহত থাকবে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: